
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি:
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগের উপড় বহিরাগত ছাত্রদল ক্যাডারদের সন্ত্রাসী হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন কর্মসুচি পালন করেছে জেলা ছাত্রলীগ। আজ রোববার (২৯ মে) সকালে জেলা শহরের চৌরাস্তায় এ কর্মসুচি পালন করে তারা।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক হিমুন সরকারসহ নেতারা অভিযোগ করে বলেন, বহিরাগত ছাত্রদল ক্যাডাররা ছাত্রলীগের উপড় হামলা চালিয়ে ছাত্রলীগের উপড় দায় চাপাচ্ছে। তাদের সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদ করেছে ছাত্রলীগ।
এছাড়া মাননীয় প্রধাণমন্ত্রী দেশরতœ শেখ হাসিনাকে নানা কুটক্তি মন্তব্য করছে। ছাত্রলীগ তা কখনো মেনে নিবে না। অবিলম্বে তাদের সন্ত্রাসী কর্মকান্ড বন্ধের ব্যবস্থা নেয়ার পাশাপাশি আইনগত ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানান। স্বল্প সময়ে মানববন্ধন কর্মসুচি শেষে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা আ’লীগ কার্যালয়ে গিয়ে শেষ হয়।