
প্রেস বিজ্ঞপ্তি
যশোর হতে ২৭৫ বোতল ফেন্সিডিল উদ্ধার, প্রাইভেটকার জব্দসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব ফোর্সেস আমাদের প্রিয় মাতৃভূমির অপ্রতিরোধ্য উন্নয়ন অগ্রযাত্রাকে তরান্বিত করতে এবং সন্মানিত নাগরিকদের জন্য টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। এছাড়াও সমাজে মাদকের ভয়াল থাবার বিড়ম্বনার রোধকল্পে মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ মাদকের বিরদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে র্যাব জনগনের বিশ্বাস ও আস্থা অর্জন করে আসছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ৩০ মে ২০২২ তারিখ র্যাব-৬ (যশোর ক্যাম্প) এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, যশোর টু চৌগাছাগামী মহাসড়ক দিয়ে প্রাইভেটকারে করে কতিপয় মাদকব্যবসায়ী মাদকদ্রব্যের একটি বড় চালান নিয়ে যশোর শহরের দিকে আসছে।
প্রাপ্ত তথ্যর ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ সকাল ০৭.৪০ ঘটিকার সময় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন চুড়ামনকাঠি রেল ক্রসিং এর দক্ষিণ-পশ্চিম পার্শ্বে মহাসড়কে অস্থায়ী চেক পোষ্ট স্থাপন করে একটি প্রাইভেটকার থামিয়ে প্রাইভেটকারের মধ্যে থাকা আসামী ১। মোঃ লিটন শেখ(৩৯), পিতা-মৃত আব্দুল রহমান শেখ, মাতা-মোছাঃ কুলসুম বেগম, সাং-কারন্যপুর, থানা-মধুখালি, জেলা-ফরিদপুর, ২। মোঃ জহিরুল ইসলাম(৪২), পিতা-মৃত ইসমাইল খলিফা, মাতা-মৃত জহুরা বেগম, বর্তমান ঠিকানাঃ সাং-কেওয়া পশ্চিম খন্ড, থানা-শ্রীপুর, জেলা-গাজীপুর, স্থায়ী ঠিকানাঃ সাং-আসান্দী খালপাড়, থানা-শিবচর, জেলা-মাদারীপুর‘দ্বয়কে গ্রেফতার করে। এ সময় উপস্থিত সাক্ষীদের সামনে প্রাইভেটকারে থাকা গ্রেফতারকৃত আসামীদ্বয়ের হেফাজতে হতে ১। ২৭৫ (দুইশত পঁচাত্তর) বোতল ফেন্সিডিল, ২। একটি সাদা রঙ্গের প্রাইভেট কার, ৩। ০৫টি মোবাইল সেট ও ৪। নগদ ৩,০৫০/- (তিন হাজার পঞ্চাশ) টাকা উদ্ধার পূর্বক জব্দ করে।
জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামী‘দ্বয়কে যশোর জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করতঃ আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করা হয়েছে।