
মোঃমোহসীন রাসেল মেহেন্দিগঞ্জ প্রতিনিধি :
মেহেন্দিগঞ্জ উপজেলার আসন্ন ৩নং চরএকরিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী তরুন সমাজ সেবক রুহুল আমিন পলাশ চশমা প্রতীক নিয়ে প্রচার, প্রচারনায় ও জনসমর্থনে এগিয়ে রয়েছেন বলে জানান স্থানীরা। আগামী ১৫জুন ২০২২ নির্বাচনকে সামনে রেখে পলাশ রাড়ী চশমা প্রতীক নিয়ে মাজায় গামছা বেধে এবার মাঠে নেমেছে।
প্রতিদিনই চশমা প্রতীক সমর্থকদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন ওয়ার্ডের প্রতিটি বাড়ি ঘর চষে বেড়াচ্ছেন। আর ভোটারদের কাছে ভোট ও দোয়া প্রার্থনা করছেন। ভোটাররাও সবাই রুহুল আমিন পলাশকে জড়িয়ে ধরে দোয়া ও আর্শিবাদ করছেন। তিনি যেই ওয়ার্ডের যেখানেই যান সেখানেই ভোটারদের উপস্থিতিতে গণজোয়ার ও মিলনমেলায় পরিনত হয়।
রুহুল আমিন পলাশ সাংবাদিকদের বলেন, আগামী ১৫জুন নির্বাচনে ৩নং চরএককুরিয়া ইউনিয়নে জনগন চশমা মার্কায় আমাকে ভোট দিয়ে বিজয় করে বর্তমান সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখবে বলে আমি বিশ্বাস করি। আমি যদি বিজয়ী হতে পারি ৩নং চরএককুরিয়া একটি আদর্শ ইউনিয়নে পরিনত করবো ইনশাআল্লাহ। এজন্য চাই আপনাদের সকলের দোয়া ও ভালোবাসা।