
এইচ এম বাশার নিজস্ব প্রতিনিধি:
বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড কতৃক রেজিষ্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার ছাত্র-ছাত্রীদের চলমান উপবৃত্তি বহাল রাখার দাবীতে মোড়েলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বরাবর, স্বারকলিপি প্রদান ও মানববন্ধন করেন ‘বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট মোড়লগঞ্জ উপজেলা শাখা।
রবিবাৱ (০৫ জুন) সকাল -১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সংগঠনের আহবায়ক মোঃ ইসাহাক আলী এর সভাপতিত্বে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন- সংগঠনের সদস্য সচিব মাওলানা খলিলুর রহমান, যুগ্ন আহবায়ক মো:বাশাৱ, প্রধান শিক্ষক মোঃ আলাউদ্দিন, মাহমুদা বেগম, প্রধান শিক্ষক ইসাহাক আলী সহ উপজেলার -৯৭ টি শিক্ষা প্রতিষ্ঠানেৱ শিক্ষকগন এবং অফিস সহকারীগন উপস্থিত ছিলেন।
বক্তরা বলেন- ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয় জাতির পিতা বঙ্গবন্ধুর স্বপ্নপূরণে ও বাংলাদেশ ইসলামী চিন্তা চেতনা বিকাশের জন্য স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সমূহকে প্রাথমিক বিদ্যালয় ন্যায় শিক্ষার্থীদের উপবৃত্তি সহ সকল সুযোগ সুবিধা প্রদান করে জাতীয় শিক্ষানীতি ২০১০ পাস করায় এবং স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা ও শিক্ষকদের জন্য আলাদা শিক্ষা নীতিমালা ২০১৮ শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক অনুমোদন করায় শিক্ষক ঐক্য জোটের পক্ষ থেকে আপনাকে আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। চলমান বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস (কোভিড-১৯) এই ভয়াবহ মুহুর্তের মধ্যেও স্বতন্ত্র ইবতেদায়ীসহ বেসরকারি শিক্ষকদের প্রণোদনা প্রদান এবং দক্ষ হস্তে দেশের সংশ্লিষ্ট সকল কাজ আপনি সুষ্ঠুভাবে পরিচালনা করে আসছেন যা সারা বিশ্বে প্রশংসনীয়।
বক্তারা আরো বলেন – সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীর ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার কোমলমতি ছাত্র-ছাত্রীদের ২০০৩ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত একই নিয়মে উপবৃত্তি সুবিধা প্রদান করে আসছে। পূর্বের ন্যায় ২০২২ সালে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপবৃত্তি তালিকা দাখিল করতে গেলে প্রাথমিক শিক্ষা অফিসার গন জানান স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপবৃত্তি দেওয়ার নির্দেশনা নাই। এজন্য আপনাদের তালিকা আমরা গ্রহণ করতে পারছি না। আমরা সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ করার পর বিষয়টি নিশ্চিত হয়। যদি স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার ছাত্র ছাত্রীদের উপবৃত্তি থেকে বঞ্চিত করা হয় তাহলে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা থেকে ছাত্র-ছাত্রী ঝরে পড়ার সম্ভাবনা রয়েছে। বক্তারা বলেন মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় মাদ্রাসায় অধ্যায়নরত হতদরিদ্র শিক্ষার্থীদের ঝরেপড়া রোধকল্পে সরকারি প্রাথমিক শিক্ষার্থীদের ন্যায় স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষার্থীদের উপবৃত্তি সুবিধা পূর্বের ন্যায় প্রদানে আপনার হস্তক্ষেপ কামনা করছি
সংগঠনের নেতৃবৃন্দেরা আবারও পরবর্তী কর্মসূচীর যথাযথভাবে পালন করার দিকনির্দেশনা দিয়ে মানববন্ধন শেষে স্মারকলিপি প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জনাব, মোহাম্মদ জাহাঙ্গীর আলমের কাছে।