
নিজস্ব প্রতিনিধিঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্ভাবনী উদ্যোগ নিয়ে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ উপজেলায় দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক শাহগীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি, উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) আশরাফুল হক, আশুগঞ্জ থানার ওসি তদন্ত সুজন পাল, আশুগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোজাম্মেল হক।
https://www.youtube.com/watch?v=iZqbeOrYgYs
প্রশিক্ষণ কর্মশালায় ২০৪১ সালে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ভিশন উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে নারীর ক্ষমতায়ন, আশ্রয়ন, শিক্ষা সহায়তা, আমার বাড়ি আমার খামার, ডিজিটাল বাংলাদেশ, কমিউনিটি ক্লিনিক ও শিশু বিকাশ, বিনিয়োগ বিকাশ, পরিবেশ সুরক্ষা, সামাজিক নিরাপত্তা কর্মসূচী, সবার জন্য বিদ্যুৎ এই ১০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণে বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, উপজেলা প্রশাসনের কর্মকর্তা, ব্যাংক কর্মকর্তা, বিদ্যুৎ কর্মকর্তা, সাংবাদিক, প্রভাষক, ডাক্তারসহ বিভিন্ন পর্যায়ের ৫০জন প্রশিক্ষার্থী অংশ গ্রহণ করেন।