
মোঃ মোহসীন রাসেল মেহেন্দিগঞ্জ: মেহেন্দিগঞ্জ উপজেলা ১৩নং গোবিন্দপুর ইউপি নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান পদ প্রার্থী মহিউদ্দিন তালুকদার আনারস প্রতীক নিয়ে প্রচার প্রচারনায় বিভিন্ন ওয়ার্ডে ঘরে ঘরে ভোটের ধারে ধারে ঘুরে ভোটে প্রার্থনা ও দোয়া চাইতেছেন এসময় একান্ত সাক্ষাত কারে বলেন নির্বাচন যত ঘনিয়ে আসছে ততোই আমার জনসমর্থন বেরেই চলছে তিনি আর বলেন আমি এই ১৩নং গোবিন্দুপুর ইউনিয়ন পরিষদের দুই দুইবার চেয়ারম্যান ছিলাম সব সময় জনগন পাশে থাকে সেবা করে এসেছি আগামী দিন গুলিতে পাশে থাকে সেবা করতে চাই আগামী ১৫জুন নির্বাচনে ১৩নং গোবিন্দপুর ইউনিয়নের জনগন আনারস মার্কায় আমাকে ভোট দিয়ে বিজয় করে বর্তমান সরকারের উন্নয়নে ধারা অব্যাহত রাখবে আমি বিশ্বাস করি ১৩নং গোবিন্দুপর কে একটি মডেল ইউনিয়নে পরিনত করবো ইনশাআল্লাহ এজন্য চাই আপনাদের দোয়া ও ভালবাসা।