
সংবাদ বিজ্ঞপ্তি
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন এলাকা থেকে চাঞ্চল্যকর ও আলোচিত কিশোরী ধর্ষণ মামলার একমাত্র আসামী গ্রেফতার
র্যাব-৯ এর অভিযানে হবিগঞ্জের চুনারুঘাট থানাধীন এলাকা থেকে চাঞ্চল্যকর ও আলোচিত ধর্ষণ মামলার ০১ জন আসামী গ্রেফতার। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ জুন ২০২২ ইং তারিখ শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জের একটি আভিযানিক দল হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানাধীন এলাকা থেকে চুনারুঘাট থানার মামলা নং- ০১, তারিখ- ০১/০৫/২০২২ ইং, ধারাঃ- নারী ও শিশু নিযার্তন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ৯ (১) এর এজাহারনামীয় একমাত্র আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত ব্যক্তি হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার জিকুয়া গ্রামের মৃত সমুজ আলী’র ছেলে মোঃ লাল মিয়া (৩৮)।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী নিজের কৃত কর্মের বিষয়টি স্বীকার করে। গ্রেফতারকৃত আসামী জানায়, ভিকটিম (১৫) এর সাথে আসামীর অপরিচিত মোবাইল নাম্বারের মাধ্যমে যোগাযোগ হয় এবং দীর্ঘদিনের যোগাযোগের পরিপ্রেক্ষিতে ভিকটিমের সাথে আসামীর প্রেমের সম্পর্ক গড়ে উঠে। পরবর্তীতে আসামী ভিকটিমকে বিয়ের প্রলোভন দেখিয়ে ভিকটিমের নিজ এলাকা থেকে নিয়ে গিয়ে চুনারুঘাটে অবস্থিত সাতছড়ি জাতীয় উদ্যানে নিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ সহ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।