
আসাদুর রহমান, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্ রতিনিধিঃ
সিরাজগঞ্জের এনায়েতপুরে, এনায়েতপুর ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের এস এস সি পরীক্ষার্থীদের সংবর্ধনা ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
১২ই জুন রবিবার সকাল ৯ টায় বিদ্যালয়ের মাঠ চত্বরে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়টির বিঞ্জান,মানবিক ও ব্যবসায়ী শিক্ষায় মোট ৪৭২ জন শিক্ষার্থী এ বছর এস এস সি পরিক্ষায় অংশগ্রহন করবেন। অত্র স্কুলের প্রধান শিক্ষক (ভারপাপ্ত) খোরশেদ আলম এর সভাপতিত্বে প্রধান অথিতি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার নিবার্হী অফিসার আফসানা ইয়াসমিন, এ সময় প্রধান অতিথির বক্তবে উপজেলা নিবার্হী অফিসার শিক্ষার্থীদের দিক নির্দেশনামুলক বক্তব্য দেন।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চৌহালী উপজেলার মাধ্যমিক শিক্ষা অফিসার এম এ আরিফ সরকার,খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টার্ডিজ বিভাগীয় প্রধান ড.ইয়াকুব শরীফ ছাড়াও উপস্থিত ছিলেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ।এস এস সি পরীক্ষার্থীদের মিলাদ শেষে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয় এবং শিক্ষার্থীদের মঙ্গল কামনা করা হয়।