
ময়মনসিংহ প্রতিনিধিঃ
জীবনকে উজ্জ্বল করতে স্থান পরিবর্তন আবশ্যক। আমরা যদি এক কথায় বলতে যাই তাহলে এটাকে বলা হয় বিদায়। আজ এই লক্ষে প্রত্যাশা কোচিং সেন্টারে ২০২২ সালের দাখিল ও এসএসসি পরীক্ষার্থীদের আয়োজনে এক আবেগঘন বিদায় অনুষ্ঠানের আয়োজন অনুষ্ঠিত হয়।
উক্ত বিদায় অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল আব্বাছিয়া ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক হযরত মাওলানা তোফাজ্জল হোসেন সাহেব। উক্ত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্র করেন প্রত্যাশা কোচিং সেন্টার এর প্রতিষ্ঠাতা পরিচালক আব্দুল্লাহ আল ফাহাদ উক্ত বিদায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল কোনাবাড়ী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ইকবাল হোসেন দা,বা, আরো উপস্থিত ছিলেন জনাব এইচ এম জুবায়ের হোসেন।
সাধারণ সম্পাদক ত্রিশাল প্রেস ক্লাব আরো উপস্থিত ছিলেন প্রত্যাশা কোচিং সেন্টার শিক্ষক মোঃ ইঞ্জিনিয়ার মিনহাজ উদ্দিন, আল মামুন। হযরত মাওলানা মুফতি ওসমান গনি হাসান, প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনায়: ইমরান এইচ,এম,এন, শিক্ষক প্রত্যাশা কোচিং সেন্টার। অনুষ্ঠানে বিদায়ী ছাত্র ছাত্রীরা বক্তব্য রাখেন।