
আশরাফুর রহমান হাকিম,স্টাফ রিপোর্টার মাদারীপুরঃ
মাদারীপুরের কালকিনি উপজেলায় একেই সঙ্গে দুই ইউপি নির্বাচন শান্তিপূর্ন ভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে একটিতে নৌকা এবং অন্যটিতে আ.লীগের বিদ্রোহী স্বতন্ত্র চেয়ারম্যান প্রাথী বিজয় লাভ করেন। বুধবার (১৫ জুন) সকাল ৮টা থেকে এ ভোট গ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলে।
এনায়েতনগর ইউপিতে পুরুষ ভোটার সংখ্যা ৫৫৭৭ জন এবং মহিলা ভোটার সংখ্যা ৫১৩০জন মোট ভোটার সংখ্যা ১০৭০৭ জন। অপর দিকে পুর্ব এনায়েতনগর ইউপিতে পুরুষ ভোটার সংখ্যা ৫৩০২জন এবং মহিলা ভোটার সংখ্যা ৪৬৬৫ জন মোট ভোটার সংখ্যা ৯৯৬৮ জন।
এই নির্বাচনে পূর্ব এনায়েতনগর ইউপিতে বেসরকারীভাবে নৌকার প্রাথী দলিল উদ্দিন তালুকদারকে হারিয়ে আ:লীগ বিদ্রোহী স্বতন্ত্র প্রাথী নেয়ামুল আকন আনারস প্রতীক নিয়ে ৪১৬৮ ভোট পেয়ে বিজয়ী হন। অন্যদিকে এনায়েতনগর ইউপিতে বেসরকারীভাবে স্বতন্ত্র প্রাথী হাবীবুর রহমান হাবিব বেপারীকে হারিয়ে নৌকা চেয়ারম্যান প্রাথী সিরাজুল ইসলাম ৩৮৪৬ ভোট পেয়ে বিজয়ী হন।