
সৈয়দ মাহবুবুর রহমান ঃঃ
মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও তার সহধর্মিনী হযরত আয়েশা (রা) কে নিয়ে ভারতের ক্ষমতাসীন দল বিজেপি নেতা নূপুর শর্মা ও নাভীন কুমার জিন্দাল কটুক্তি এবং অবমাননাকর বক্তব্য দেওয়ার প্রতিবাদে মুন্সীগঞ্জে বিক্ষোভ মিছিল,মানববন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করেছে ধর্মপ্রাণ মুসলমানরা।
আজ বুধবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে ‘বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ মুন্সীগঞ্জ জেলা শাখার’ উদ্যোগে মুন্সীগঞ্জ প্রেসক্লাব সংলগ্ন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সড়কে বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও প্রতিবাদ সভা করে।বিক্ষোভ মিছিলটি শহরের উপকণ্ঠ পঞ্চসার এলাকার দুর্গাবাড়ি থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।পরে মানববন্ধন ও প্রতিবাদ সভায় এ সময় বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মুফতি মো: নেয়াম উল্লাহ ফারুকী, সদর উপজেলার সভাপতি হাজী আনোয়ার হোসেন, সংগঠনের নেতা মাওলানা ইব্রাহিম খলিল ছালেহী,মাওলানা ওমর ফারুক ৷ এ জেড,এম ছালেহ, ডা: মো: নুরুল আমীন,হাজী আবুল বাশার মোল্লা, হাজী সিরাজুল ইসলাম, হাজী মো:ছালামত উল্লাহ, মো: আল আমীন, মো: সাইফুল ইসলাম প্রমূখ।