
মোঃ জাহাঙ্গীর হোসেনঃঃ
মুন্সীগঞ্জ জেলা শহরে অবস্থিত মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের এসএসসি -২০২২ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার ১৬ জুন ২০২২ সনে মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠে এসএসসি -২০২২ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ এর মাটি ও গনমানুষের নেতা, বাংলাদেশ আওয়ামী লীগ এর মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক, মুন্সীগঞ্জ-০৩ এর মাননীয় সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা শিক্ষা অফিসের রির্চাস অফিসার জনাব গাজী মোঃ আব্দুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমীক সুপারভাইজার আয়শা আক্তার, মুন্সীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব মনিরা মাহি, সাবেক প্রধান শিক্ষক মোঃ আলী নাছিম, সাবেক সিনিয়র শিক্ষক কৃষ্ণ চন্দ্র দাস, বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সদস্য মোঃ বাচ্চু সরকার, দেলোয়ার হোসেন, আবুল হোসেনসহ অন্যান্য অতিথিবৃন্দ।
দোয়া ও মিলাদ শেষে মুন্সীগঞ্জ-০৩ আসনের মাননীয় সংসদ সদস্য এবং মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের কার্যকরী পরিষদের সভাপতি এডভোকেট মৃণাল কান্তি দাস এমপির নির্দেশে মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার্থীদের জন্য শিক্ষা সামগ্রী বিতরণ করেন এডভোকেট মৃণাল কান্তি দাস এমপি।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যতের কথা বিবেচনা করে ভালো পরীক্ষা দিয়ে বাবা-মার মুখে হাসি ফোটার কথা বলেন।
এসএসসি -২০২২ পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হওয়ার সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ মিজানুর রহমান, সহকারি শিক্ষক মোঃ ছফিউল্লাহ, মোঃ আব্দুস সাত্তার, আব্দুল হান্নান, আফসানা বেগম, মোঃ ইমাম হোসেন, জোতির্ময় বাড়ৈ, মোঃ মুফিজুর রহমান, নৃপেন্দ্র কুমার মন্ডল, মোসাম্মাৎ হাসনেয়ারা বেগম, মোঃ জাহাঙ্গীর হোসেন, দিলারা আক্তার, গাজী আসিফ আফসার রিয়েল, শিলা আক্তার, মিরু আক্তারসহ আরো অনেকে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আক্তার হোসেন এর সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক আকতার জাহানের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করে দশম মানের ছাত্রী মল্লিকা আক্তার, গীতা পাঠ করে নবম মানের ছাত্রী ভবনী পাল, মানপত্র পাঠ করে ১০ম মানের ছাত্রী শারমিন আক্তার, বিদ্যালয়ের ছাত্রীর পক্ষ থেকে বিদায়ী ভাষণ দেন দশম মানের ছাত্রী সামিয়া আক্তার, এসএসসি বিদায়ী ছাত্রীর পক্ষ থেকে বক্তব্য দেন মল্লিকা আক্তার| অনুষ্ঠানের সভাপতি সকল শিক্ষক, ছাত্রী, অভিভাবক, সাংবাদিক, অতিথিবৃন্দের প্রতি অশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করে সমাপ্ত ঘোষণা করেন।