
সাইদুল ইসলাম -রংপুর: রংপুরের কাউনিয়া উপজেলার শ্রেষ্ট কলেজ মীরবাগ ডিগ্রী কলেজের অধ্যক্ষ আ. কা. মোঃ জয়নুল আবেদীন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্ গোল্ডেন এ্যাওয়ার্ড পেলেন।
“ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ্ গোল্ডেন এ্যাওয়ার্ড” পাওয়ায় কলেজের সকল শিক্ষক,শিক্ষিকা ও সকল শিক্ষার্থীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা বিরাজ করছে।
শনিবার ঢাকা পল্টন টাওয়ার ইকোনমিক রিপোর্টাস ফোরাম মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে এই পুরস্কার তুলে দেয়া হয় তার হাতে ।
দেশ বরোণ্য লেখক বেঙ্গল সোস্যাল এ্যাডুকেশন ফাউন্ডেশনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা কবি আবু ফজল নুর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রম আপিল ট্রাইব্যুনালের বিচারপতি খাদেমুল ইসলাম চৌধুরী. বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা সাদেক সিদ্দিকী, অর্থমন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহিদুল হারুন,বক্তব্য রাখেন বেঙ্গল সোস্যাল এ্যাডুকেশন ফাউন্ডেশনের চেয়ারম্যান আতাউল্লাহ খান, বেঙ্গল সোস্যাল এ্যাডুকেশন ফাউন্ডেশন শিক্ষা, উদ্যোক্তা ও সফল জনপ্রতি হিসেবে স্ব- স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় দেশের ৫০ জন ব্যক্তিকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। অধ্যক্ষ আ কা মোঃ জয়নুল আবেদীন শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় তাকে এ এ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে। উল্লেখ যে জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২২ইং উপলক্ষে মীরবাগ ডিগ্রী কলেজ উপজেলায় শ্রেষ্ট কলেজ ও আ. কা. মোঃ জয়নুল আবেদীন শ্রেষ্ট অধ্যক্ষ নির্বাচিত হয়েছেন।