
দুমকি (পটুয়াখালী) সংবাদদাতা: পটুয়াখালীর দুমকিতে আজিজ আহমেদ কলেজের অধ্যক্ষ মোঃ আহসানুল হকের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা হয়রানি ও মানহানির অভিযোগ ও অভিযুক্তদের বিচারের দাবিতে ২১ জুন বেলা ১২ টার দিকে কলেজ ক্যাম্পাসের বাহিরে প্রতিবাদ ও মানববন্ধনের আয়োজন করা হয়।
কলেজের শিক্ষক কর্মচারী ও শিক্ষার্থীর ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধন শুরু হওয়ার কিছুক্ষণ পরে স্থানীয় বিএনপি নেতা মোঃ জসিম উদ্দিন হাওলাদার, ফোরকান আলী শিকদার, নিখিল চন্দ্র ও দেলোয়ার হোসেনের নেতৃত্বে মানববন্ধনে বাঁধা দেন।
কলেজের পরিসংখ্যান বিভাগের প্রভাষক মোঃ নাসির উদ্দিন বলেন, আমরা অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা হয়রানি ও মানহানির অভিযোগে ছাত্র-ছাত্রীদের ইচ্ছায় প্রতিবাদ ও মানববন্ধন করছিলাম এমন সময় কিছু বহিরাগতরা এসে আমাদের শান্তিপূর্ণ মানববন্ধনে বাধার সৃষ্টি করে।
কলেজের অধ্যক্ষ বলেন, মোঃ জসিম উদ্দিন হাওলাদারের স্ত্রীকে কলেজে ল্যাব সহকারী পদে চাকরি নিতে চেয়েছিলো কিন্তু তার বয়স বেশি হওয়ায় তাকে চাকরি দেওয়া যায়নি বলে সে ক্ষুদ্ধ হয়ে আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে মানহানিকর বিভিন্ন অভিযোগ করেন এবং আজ শান্তিপূর্ণ মানববন্ধনে বাঁধা দেন।
কলেজের গভর্নিং বডির সভাপতি আবদুল মান্নান হাওলাদার বলেন, অধ্যক্ষের বিরুদ্ধে ষড়যন্ত্র ও কলেজের সুনাম রক্ষায় গভর্নিং বডির সিদ্ধান্তে আজ শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা শান্তিপূর্ণভাবে মানববন্ধন করছিল, এমতাবস্থায় কিছু বহিরাগতদের বাধার কথা আমি শুনেছি, আমরা গভর্ণিং বডির মিটিংয়ে সিদ্ধান্ত নিয়ে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করব।