
হিজলা কাজিরহাটঃ
বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানাধীন আন্ধারমানিক ইউনিয়নের নির্বাচনী হাল ।এই ইউনিয়নে নির্বাচন হওয়ার কথা ছিল গত ১৫ জুন তা না হয়ে নির্বাচন স্থগিত হয়ে যায়, নির্বাচন স্থগিত হওয়ার কারণ ছিল পার্শ্ববর্তী উপজেলা হিজলা থেকে বহিরাগত লোক আসা এবংবিভিন্ন প্রার্থীর সাথে বহিরাগতরা এসে অনেক ভোটার দের বাড়িতে হামলা করা হামলা থেকে রেহাই পায়নি ভোটে আগানো চেয়ারম্যন প্রার্থীরাও।
আন্ধারমানিক ইউনিয়নে চেয়ারম্যন প্রার্থী ৫ জন দলীয় মনোনয়ন নিয়ে এসেছেন (নৌকা প্রতীক) আলাউদ্দিন কবিরাজ, ইসলামী আন্দোলন মাষ্টার নাসির উদ্দিন, স্বতন্ত্র প্রার্থী হলেন আবদুর রহমান পলাশ (মটর সাইকেল), নাসির উদ্দিন খোকন (চশমা) ও কাজী সহিদুল ইসলাম (আনারশ) পুনরায় ঘোষণা অনুযায়ী আগামী ২৯ জুন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, স্থানীয় সংবাদ কর্মীদের নিয়মিত তথ্য সংগ্রহ করতে গিয়ে দেখা যায় ভোটের মাঠে এগিয়ে আছেন মটর সাইকেল মার্কা।
ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া বরিশাল ৪ হিজলা মেহেন্দিগঞ্জের সংসদ সদস্য পংকজ নাথ এমপির ইশারা ছারা কোন ভাবেই সম্ভব হবেনা। এদিকে মাঠে নাসির উদ্দিন খোকন কয়েকটি ওয়ার্ড এ ডোকার ও সুযোগ পায়নি, নৌকার কর্মীদের চাপে। নৌকা প্রতীক নিয়ে আলাউদ্দিন কবিরাজ সক্রিয় ভূমিকা পালন করছেন। এদিকে মাঠে নাসির উদ্দিন খোকন তার কর্মী বাহীনিরা চোখে অন্ধকার দেখছেন।
বিগত ৫ বছর পূর্বে নাসির উদ্দিন খোকন নৌকা প্রতীক নিয়ে এসে জামানত হারিয়েছিলেন। বর্তমানে তিনি আবার স্বতন্ত্র নির্বাচন করছেন। ভোরের আলো সংবাদ কর্মীদের জানান আমাকে বিগত ৫ বছরপূর্বে পরাজিত করিয়েছিলেন স্থানীয় সংসদ সদস্য পংকজ নাথ এমপি এবারে ও আবার আমাকে পরাজিত করানোর জন্য মাঠে দুই জন দারা করাইছেন।
আলাউদ্দিন কবিরাজ জানান আমি এই ইউনিয়নের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমাকে দলীয় ভাবে প্রতীক নৌকা দিয়েছে আমি জনগনের ভোটের আসাবাদী, আব্দুর রহমান পলাশ জানান আমি এই ইউনিয়নে এইপ্রথম স্বতন্ত্র প্রার্থী হয়ে আসছি আমার অভিবাবক রাজনৈতিক গুরু এবং আমি যার ছোয়া পেয়ে এই জায়গায় আসতে পেরেছি বরিশাল ৪ আসনের সংসদ পংকজ নাথ এমপি তিনি আমাকে যে ভাবে দিক নির্দেশনা দিবেন সেভাবেই আমি আগাবো। কাজী সহিদুল বলেন আমাকে নিয়ে গেইম খেলছেন অন্যান্য প্রার্থীরা। ভোরের আলো নিউজের সংবাদ কর্মীরা যা দেখলেন মাঠে এখন প্রথম স্থানে, ( মটর সাইকেল), দ্বিতীয় (নৌকা) তৃতীয় চশমা ।