
সৈয়দ মাহবুবুর রহমান ঃঃ
বৃহস্পতিবার বিকালে মুন্সিগঞ্জের কাচারিতে চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বরখাস্তকৃত প্রধান শিক্ষক নূর মোহাম্মদ তার বিরুদ্ধে সমস্ত অভিযোগ থেকে মুক্তি পেয়ে পুনরায় স্বপদে বহাল হওয়ায় তাকে সংবর্ধনা প্রদান করেন মুন্সীগঞ্জ সদর প্রাথমিক প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সীগঞ্জ সদর শাখা।
উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন দৈনিক নাগরিক সময় সম্পাদক ও সনাক- টিআইবি সভাপতি মুহাম্মদ তানভীর হাসান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর প্রাথমিক প্রধান শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ সামসুল ইসলাম, অর্থ সম্পাদক মোঃ মিজানুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ রাশেদুল ইসলাম স্বপন, প্রধান শিক্ষক কলিমউল্লাহ, ফজলুল্লাহ, সামছুদ্দিন, কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ দিদার হোসেন, মোঃ শাখাওয়াত হোসেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সীগঞ্জ সদর শাখার সভাপতি মোঃ আজহার উদ্দিন, সহ সভাপতি মোঃ কামাল হোসেন, মোঃ জিয়াউর রহমান, মোঃ শাখাওয়াত হোসেন, মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক মোঃ আলী মর্তুজা, যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম পিন্টু, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হোসেন, সাহিত্য সম্পাদক শাহ আলম সেলিম, কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন প্রমূখ।
এ সময় প্রধান শিক্ষক সমিতি ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ মুন্সীগঞ্জ সদর শাখার পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক মুহাম্মদ তানভীর হাসানকে সাংবাদিকতা ও সমাজ উন্নয়নে দুর্নীতি বিরোধী কর্মকান্ডে অংশ নেয়ায় সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।
অনুভূতি প্রকাশ করতে গিয়ে টিআইবি – সনাক এর সভাপতি ও দৈনিক নাগরিক সময় এর সম্পাদক মুহাম্মদ তানভীর হাসান বলেন- আমাকে সন্মানিত করে সম্মাননা প্রদান করায় আমি প্রাথমিক শিক্ষক পরিবারের কাছে কৃতজ্ঞ। আমি শিক্ষক পরিবারের একজন সদস্য হিসেবে সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই।
এ সময় চিতলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী প্রধান শিক্ষক নূর মোহাম্মদকে ফুল দিয়ে সংবর্ধনা জানানো হয় এবং অভিযোগ থেকে পরিত্রাণ পাওয়ায় সবাইকে মিষ্টি মুখ করানো হয়।