
বাহুবল প্রতিনিধি : বাহুবল প্রেসক্লাবের নতুন কমিটি গঠন করা হয়েছে। ২ বছর মেয়াদি ১৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। ২৪ জুন, বিকেল ৫টার দিকে বাহুবল প্রেসক্লাবের কার্যালয়ে সোহেল আহমেদ কুটির সভাপতিত্বে এক সাধারণ সভায় কমিটি ঘোষণা করা হয়।
এতে সর্বসম্মতিক্রমে সোহেল আহমেদ কুটি সভাপতি (সম্পাদক সাপ্তাহিক সংবাদ), সহ-সভাপতি, আজিজুল হক সানু, (দৈনিক ভোরের ডাক), সাধারণ সম্পাদক, কামরুল উদ্দিন ইমন (সম্পাদক ও প্রকাশক, আমার সিলেট নিউজ), যুগ্ম সাধারণ সম্পাদক, জালাল উদ্দিন (সারা বাংলা টুয়েন্টিফোর ডটকম), প্রচার ও প্রকাশনা সম্পাদক, নিছপা আক্তার (দৈনিক হবিগঞ্জের বাণী), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক কমল দাশ (সাপ্তাহিক সংবাদ)।
নির্বাহী সদস্য হলেন, সৈয়দ আব্দুল মন্নান (ইত্তেফাক), আব্দুল আওয়াল তহবিলদার সবুজ (আমাদের সময়),জাভেদ আলী (সমকাল), মামুন চৌধুরী (জনকণ্ঠ), একেএম মুছাব্বির চৌধুরী (যুগভেরী), নাজমুল ইসলাম হৃদয় (মানব কন্ঠ), নিখিল সাহা (গৌড়বাণী)।