
মোস্তফা মিয়া পীরগন্জ রংপুর প্রতিনিধিঃ
রংপুর জেলাধীন পীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিরোদা রানী রায় রংপুর জেলার শ্রেষ্ট ইউএনও নির্বাচিত হওয়ায় বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার পক্ষ থেকে ফুল দিয়ে ও শুভেচ্ছা জ্ঞাপন করেন।
এসময় সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন বাংলাদেশ খ্রিষ্টান এসোসিয়েশন পীরগঞ্জ উপজেলা শাখার সভাপতি লিটন মার্ক লাকড়া, সহ-সভাপতি রেভা-ফিলিমন মুর্মু, সম্পাদক জুয়েল তির্কী, মহিলা বিষয়ক সম্পাদক আন্না স্নিগ্ধা লাকড়া।
এসময় আরো উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা ভাইস- চেয়ারম্যান, শফিউর রহমান মণ্ডল মিলন,
সাদেকুজ্জামান সরকার — উপজেলা কৃষি কর্মকর্তা, মিজানুর রহমান – উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, আরিফুজামান শাহ চেয়ারম্যান ১ নং চৈত্রকোল ইউপি ও বাবলু চন্দ্র মহন্ত সভাপতি – উপজেলা রৎযাত্রা উদযাপন কমিটি।