
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মনবাড়িয়ার সরাইলের বাবুল হত্যা মামলার আসামিদের অবিলম্বে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে নিজ সরাইল গ্রামবাসীর ব্যানারে প্রেসক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় ।
https://youtu.be/5RSZmjhoiUs
এতে মানববন্ধনে বক্তব্য রাখেন, বাবুলের শ্বাশুরি আশা বেগম, শালিকা রিমা বেগম, খালা শ্বাশুরি নূরুজ্জাহান বেগম, রতœনা বেগম প্রমূখ। মানববন্ধনে বক্তারা বলেন,মামলার আসামি আলার উদ্দিন জুরু গংদের সাথে বাবুলের শ্বাশুরির দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল।
এর জের ধরে গত ২০ জুন বাবুল খুন হয়। বক্তারা এই হত্যার সাথে জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।