
আশরাফুর রহমান হাকিম, নিজেস্ব প্রতিবেদক:
শেখ রাসেল ডিজিটাল ল্যাব স্থাপন, নতুন একাডেমিক ভবন অনুমোদন, ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান কালকিনি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়কে উচ্চ মাধ্যমিক পাঠদানের অনুমোদনের জন্য শিক্ষা মন্ত্রণালয়, ঢাকা বোর্ডকে পরিদর্শনের নির্দেশ প্রদান করায় বঙ্গবন্ধু কন্যা ডায়নামিক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি, মাদারীপুর -০৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা ড. আব্দুস সোবহান গোলাপ, শিক্ষা সচিব সহ শিক্ষা মন্ত্রণালয়ের সকল কর্মকর্তাদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আনন্দ র্যালী ও শোভাযাত্রা বের করেন।
সেই সাথে আরো ধন্যবাদ জানান, অত্র প্রতিষ্ঠানের সম্মানিত সভাপতি ও সাবেক পৌরপ্রশাসক বীর মুক্তিযোদ্ধা জনাব আবুল কালাম আজাদ যার একান্ত প্রচেষ্টায় অত্র প্রতিষ্ঠানে দায়িত্ব নিয়ে অল্প সময়ের মধ্যে সুফল ফিরে আনতে সক্ষম হয়েছেন।
শনিবার (০২ জুলাই) সকালে কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ মাঠ থেকে বের হয়ে শিক্ষার্থীরা কালকিনি পৌরসভার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একেই স্থানে এসে এই আনন্দ র্যালী ও শোভাযাত্রা শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক সনাতন বিশ্বাস, শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।