
নাটোরের সিংড়ায় গোলই আফরোজ সরকারী কলেজের ছাত্র সংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। রবিবার দুপুর ১২ টায় প্রধান নির্বাচন কমিশনার ড. রফিকুল ইসলাম
নাম ঘোষনা করেন।
নির্বাচিতরা হলেন সহ-সভাপতি (ভি.পি) মোঃ মাসুম আলী, উপ-সহ-সভাপতি (প্রো.ভি.পি) মোছাঃ রেখা খাতুন, সাধারণ সম্পাদক (জি.এস) উম্মে আমরা ইসলাম সুখী, সহ-সাধারণ সম্পাদক (এ জি.এস) নাঈম ইসলাম, ক্রীড়া সম্পাদক মোহাম্মদ আলী হোসেন, সহ- ক্রীড়া সম্পাদক মোঃ রানা হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মো. সাকিব আহমেদ, প্রকাশনা সম্পাদক মো. হাবিবুল্লাহ হিমেল। কমনরুম সম্পাদক (ছাত্র) মো. মাহফুজ আলী, কমনরুম সম্পাদক (ছাত্রী) বিষ্টি রানী সরকার, সমাজকল্যাণ সম্পাদক মোঃ শাকিব .ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ মেহেদী হাসান, প্রচার সম্পাদক সজিব হালদার।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট ওহিদুর রহমান শেখ, ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমীন, সাবেক ভিপি এডভোকেট মোফাজ্জল হোসেন মোফা, চৌগ্রাম ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলতাব হোসেন, চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রশিদুল মৃধা, লালোর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হারুন বাসার প্রমুখ।