
রুহুল আমিন, মানিকগঞ্জ জেলা প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে পুলিশের সহযোগিতায় আশ্রয় ঠিকানা পেলো মাত্র এক দিনের নবজাতক শিশু। নবজাতক কোলে পেয়ে খুশি নিঃসন্তান দম্পতি তাছলিমা গণি।
বৃহস্পতিবার ভোর ৬টার দিকে সিংগাইর উপজেলার বলধারা ইউনিয়নের বড়বাকা এলাকায় আরিফ হোসেনের বন্ধ দোকানের সামনে কে বা কারা এক দিনের নবজাতক শিশুকে ফেলে রেখে যায়। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আরিফের দোকানের পাশ্ববর্তী রংমালা বেগম ও স্বামী ফরহাদ বিষয়টি সিংগাইর থানা পুলিশকে জানায়। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতককে উদ্ধার করেন।
মানিকগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ গোলাম আজাদ খানের এর দিকনির্দেশনায় উদ্ধারকৃত নবজাতক শিশুকে ওই এলাকার নিঃসন্তান তাছলিমা গনি দম্পতির কোলে তুলে দেন সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সফিকুল ইসলাম মোল্লা। নবজাতক শিশুটির দেখভাল করার জন্য তাছলিমা গণি দম্পতিকে ব্যক্তিগতভাবে আর্থিক সহযোগীতায় করেন ওসি সফিকুল ইসলাম।