
শাকিল মোল্লা, রাজবাড়ী জেলা প্রতিনিধিঃ
রাজবাড়ী জেলা মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জয় মিজি এবং সাধারণ সম্পাদক করা হয়েছে মোঃ নাহিদ মিয়াকে।
শুক্রবার (৮ জুলাই) মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় কমিটির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মোঃ আল মামুন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে পূর্বের কমিটি বিলুপ্ত করে রাজবাড়ী জেলার মুক্তিযুদ্ধ মঞ্চের ১৩ সদস্যের এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, কেন্দ্রীয় কমিটির জরুরী সিদ্ধান্ত অনুযায়ী জানানো যাচ্ছে যে, সাংগঠনিক গতিশীলতা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১বছরের জন্য বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ রাজবাড়ী জেলা শাখার আংশিক কমিটি নিয়ে অনুমোদন দেওয়া হলো।
কমিটির সহ সভাপতি নির্বাচিত হয়েছেন সাব্বির আহমেদ (আসাদ), মোঃ জাকির প্রামানিক, জাহাঙ্গীর খান। এছাড়াও যুগ্ন সাধারণ সম্পাদক সোয়েব হাসান (প্রান্ত), রাকিবুল হাসান রকি, মোঃশাহাদত হোসেন (ইমরান), মোঃ বিজয় শেখ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন আসরাফুল ইসলাম রানা, আব্দুল আলিম মোল্লা, মোঃ রফিকুল ইসলাম মৃধা এবং প্রচার সম্পাদক, মোঃ সজিব মোল্লা প্রমূখ।
এসময় উপস্থিত ছিলেন মুক্তিযুদ্ধ মঞ্চের ঢাকা জেলা উত্তর শাখার সভাপতি মোঃ মুরাদ শেখ।