
সিলেট-৩ আসনের জনগনকে কাইয়ুম চৌধুরীর ঈদ শুভেচ্ছা
সিলেট- ৩ (দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ) আসনের সর্বস্থরের জনগনসহ সিলেটবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি আব্দুল কাইয়ুম চৌধুরী।
তিনি এক শুভেচ্ছা বার্তায় বলেন, সিলেটবাসীর মনে আজ ঈদের আনন্দ নেই। বানের পানিতে ঈদের আনন্দ ভেসে গেছে। বিশেষ করে কুশিয়ারার তীরবর্তী সিলেটের দক্ষিণ সুরমা, ফেঞ্চুগঞ্জ ও বালাগঞ্জ এলাকার অধিকাংশ এলাকার মানুষ এখনো পানিবন্দি রয়েছেন। এই অবস্থায় বানবাসী মানুষদের মত আমাদের মনেও ঈদের আনন্দ নেই।
তিনি বলেন, পবিত্র ঈদ উল আযহা আমাদেরকে ত্যাগ করার শিক্ষা দেয়। আত্মতৃপ্তির জন্য প্রতিটি মানুষের ত্যাগের মহিমায় উজ্জিবিত হওয়া জরুরী। তবেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হবে। পরিশেষ সিলেট-৩ আসনের সর্বস্থরের জনগন সহ দেশবাসীকে পবিত্র ঈদ উল আযহার শুভেচ্ছা। ঈদ মোবারক।