
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব ১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর কর্তৃক নীলফামারীর ডিমলায় মামার হাতে ভাগ্নে খুনের চাঞ্চল্যকর ঘটনার প্রধান আসামিসহ ০৪ জনকে গ্রেফতার।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) প্রতিষ্ঠাকালীন থেকেই দেশের সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার লক্ষ্যে সব ধরণের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। র্যাব নিয়মিত অস্ত্রধারী সন্ত্রাসী, সংঘবন্ধ অপরাধী, মাদক, ছিনতাইকারী, ডাকাতসহ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠনের বিরুদ্ধে ব্যাপক অভিযান চালিয়ে আসছে।
গত ২০ জুলাই ২০২২ তারিখ বুধবার নীলফামারী জেলার ডিমলা থানাধীন পূর্ব ছাতনাই ইউনিয়নের বাংলাপাড়া গ্রামে পারিবারিক জমির সীমানার জের ধরে আপন মামার হাতে তার ভাগ্নে খুন হয়। ঘটনাটি স্থানীয় জাতীয় সংবাদ মাধ্যমসমূহে প্রচারিত হলে এলাকায় বেশ চাঞ্চল্যের সৃষ্টি হয়।
এলাকাবাসীর মাধ্যমে জানা যায় যে, বেশ কিছুদিন ধরে জমির সীমানা নিয়ে শের আলীর (২২) সঙ্গে তার ভগ্নিপতি মনোয়ার ও ভাগ্নে মাসুমের সঙ্গে বিরোধ চলে আসছিল। এমন বিরোধের অভিযোগের ভিত্তিতে ছাতনাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপস্থিতিতে গত ২০ জুলাই ২০২২ তারিখ বুধবার সকালে উভয় পক্ষের লোকজন নিয়ে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করেন। সালিশ শেষে উভয় পক্ষ ইউনিয়ন পরিষদ হতে আনুমানিক দুপুর ০২.৩০ ঘটিকায় বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা করেন। বাড়িতে ফেরার পথে ফেডারেশন বাজার এলাকায় পৌঁছালে দুই পক্ষের মধ্যে পুনরায় কথা কাটাকাটির শুরু হয়।
কথা কাটাকাটির এক পর্যায়ে মোঃ আব্দুল ওয়াহেদ চৌধুরী এর হুকুমে সে সহ মোঃ ফকির উদ্দিন (২৭) ও অন্যান্য আসামীরা ভিকটিম খালেদ মাসুম (১৮)’কে ঘেরাও করে এলোপাথারী কিল ঘুষি মারতে থাকে এবং শের আলী (২২) একটি কাঠের লাঠি দিয়ে ভিকটিম এর মাথার পিছনে ঘাড়ের উপর বাম পাশে সজোরে উপর্যুপরি আঘাত করে। এতে ভিকটিম খালেদ মাসুম (১৮) মাটিতে পড়ে জ্ঞান হারায়।
স্থানীয়দের সহযোগীতায় ভিকটিমকে ডিমলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরবর্তীতে ভিকটিমের বাবা নিজে বাদী হয়ে ২০/০৭/২০২২ ইং তারিখে আসামীরা ভিকটিমকে পূর্ব-পরিকল্পিতভাবে হত্যা করেছে মর্মে এজাহার দায়ের করে, যার মামলা নং-২৭, তারিখ-২০/০৭/২০২২, ধারা-৩০২/৩৪ পেনাল কোড। ঘটনার পর পরেই আসামীরা বিভিন্ন স্থানে আত্মগোপন করে।
এরই ধারাবাহিকতায় র্যাব-১৩, ব্যাটালিয়ন সদর, রংপুর একটি চৌকস আভিযানিক দল উক্ত ঘটনার বিষয়ে গোয়েন্দা নজরদারী শুরু করে। গোপন সংবাদের ভিত্তিতে গত ২৪ জুলাই ২০২২ ইং তারিখ পঞ্চগড় জেলার তেঁতুলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে চাঞ্চল্যকর হত্যা মামলার ০১নং আসামী (মামা) মোঃ শের আলী ওরফে হানিফ (২২), পিতা-মৃত জিয়ারত আলী, থানা- ডিমলা, ০২নং আসামী মোঃ ফকির উদ্দিন (২৭), পালিত পিতা-মোঃ মজিবুর রহমান পাগলা, থানা-জলঢাকা, ০৪নং আসামী মোছাঃ সুরিতা বেগম (৪৮), স্বামী-মোঃ আব্দুল ওয়াহেদ চৌধুরী, থানা-ডিমলা এবং ০৫নং আসামী মোছাঃ মালেকা বেগম (২২), স্বামী-মোঃ ফকর উদ্দিন, থানা-জলঢাকা, উভয় জেলা-নীলফামারী’দেরকে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে, ০১নং আসামী মোঃ শের আলী ওরফে হানিফ (২২) স্বীকার করে যে, ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিত সালিশ শেষে বাড়ি ফেরার পথে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সে সহ তার সহযোগীদের সহাতায় ভিকটিম খালেদ মাসুম (১৮)’কে ঘেরাও করে এলোপাথারী কিল ঘুষি এবং কাঠের লাঠি দিয়ে উপর্যুপরি আঘাতের মাধ্যমে হত্যা করে বলে জানা যায়।
ধৃত আসামীদেরকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান। মূলকপি স্বাক্ষরিত…. মাহমুদ বশির আহমেদ ফ্লাইট লেফটেন্যান্ট সিনিয়র সহকারি পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে মোবাঃ ০১৭৭৭৭১১৩০৩ তারিখঃ ২৫/০৭/২০২২ খ্রিঃ।