
মাহমুদুল হাসান কাওছার, সোনাগাজী প্রতিনিধি
আগামীকাল বুধবার ২৭ জুলাই সোনাগাজী উপজেলার ৭নং সোনাগাজী সদর ইউনিয়নের ৮নং ওয়াডে’র উপ নির্বাচনে ভোটারদের শংকা আর উদ্বেগ উৎকন্ঠা কি পূর্বের ন্যায় সত্যি হবে ! যদিও জেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন কর্বামকর্তা বার শংকার কথা উড়িয়ে দিচ্ছেন। তবুও তৃণমূলের সাধারণ ভোটারেরা আশ্বস্ত হতে পারছেন না। যদিও উক্ত নির্বাচনে আ’লীগের স্বদলীয়দের মধ্যে তুমুল প্রতিদ্বন্দ্বিতার আবাশ মিলছে। কেউ কাউকে এক বিন্দু ছাড় দিতে নারাজ।
এ অবস্থায় স্বদলীয় নেতাকর্মীরা বিভক্ত হয়ে নিবা’চনী মাঠে বলয় তৈরি করে হুংকার ছাড়ছেন। এতে করে সাধারণ ভোটারদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গত ইউপি নিবা’চনে ওই ওয়াডে’র ওই কেন্দ্র এক মেম্বার প্রাথী’র বিরুদ্ধে বহিরাগতদের নিয়ে অস্ত্রের মাধ্যমে ভোট কেঁড়ে নেয়ার অভিযোগ রয়েছে।
ওই ঘটনায় কিছু সময় ভোট বন্ধ থাকার মত ঘটনাও ঘটে। বহিরাগত এক অস্ত্র ধারিকে গনদোলাই দিয়ে পুলিশে সোপর্দ করা হয়। পরবর্তীতে জেলা প্রশাসক ও এসপি সাহেবের প্রত্যক্ষ উপস্থিতির মাধ্যমে পূর্ণরায় ভোটিং কায’ক্রম শুরু করা হয়। এখনো একিভাবে বহিরাগতদের আনা-ঘোনাও সমান্তরাল ভাবে বাড়ছে।
যে যার পেশি শক্তির মাধ্যমে বহিরাগতদের উপস্থিতি ঘটিয়ে ফায়দা লুটতে পারেন সে অংকও করছেন। ভোটারদের ভয়ভীতি প্রদর্শন সহ ভোটের দিন রাস্তার মোড়ে মোড়ে অবস্থান নিয়ে ভোটারদের ভোট কেন্দ্রে আসতে না দেয়া এবং ভোট কেন্দ্রে এজেন্ট হয়ে কেন্দ্র বলয় সৃষ্টি করা সহ একাধিক গোপনীয় পরিকল্পনা করছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছেন।
ইতিমধ্যে বিভিন্ন ভাবে নামে বেনামে এক প্রাথী’র সমথ’কেরা অন্য প্রাথী’র সমথ’কদের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছেন। এরি মধ্যে প্রাথী’দেরকেও বিভিন্ন ভাবে ডেকে নিয়ে একাধিক সূত্র বৈঠক করে আলাপ আলোচনা ও ভয়ভীতির মাধ্যমে বসিয়ে দেয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে ! স্থানীয় ভোটারদের অভিযোগ, পূর্বের ন্যায় পেশি শক্তি আর বহিরাগতদের মাধ্যমে অস্ত্রের মহড়া দিয়ে আমাদের ভোটাধিকার যেন হরন করা না হয়। আমরা আমাদের খুঁশিমত পছন্দের প্রাথী’কে ভোট দিতে চাই।
উপজেলা নিবা’চন কম’কতা মইনুল হোসেন বলেন, ২৭ জুলাই ইভিএম এর নিবা’চন হবে ! পূবে’র ঘটনার মত পূর্ণরা ভিত্তি কোন ঘটনা ঘটতে দেয়া হবে না। এ বিষয়ে ভোটারদের আশ্বস্ত করতে চাই।