
মোঃ হাফিজুর রহমান
টুংগীপাড়া উপজেলা প্রতিনিধি :
আজ গোপালগঞ্জ টুঙ্গিপাড়া জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে বাংলাদেশ ক্রপ প্রটেকশন এসোসিয়েশন (বিসিপিএ) কর্তৃক আয়োজিত জাতির পিতা সমাধির বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন বিসিপিএ এর চেয়ারম্যান জনাব এম সায়েদুজ্জামান ও মহাসচিব জনাব কৃষিবিদ মোয়াজ্জেম হোসেন পলাশ সহ এক্সিকিউটিভ কমিটির সহ-সভাপতি জনাব এম সদরুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ সহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত থেকে, শ্রদ্ধা নিবেদন শেষে ১৯৭৫ সালের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু সহ নিহত পরিবারের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন।
এর আগে বঙ্গবন্ধু বাসভবনে রক্ষিত পরিদর্শনে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।