
রনি মিয়া, স্টাফ রিপোর্টার ::
সিলেটে বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কর্তৃক কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব নুর আলমাগীর অনু ভাইকে চায়ের দাওয়াত দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর প্রতিবাদে সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পালিত হয়েছে বিশাল মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ।
সমাবেশে উপস্থিত সাংবাদিকগণ বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটির যুগ্ম মহাসচিব নুর আলমগীর অনু’র বিরুদ্ধে সাজানো হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদ জানান এবং অবিলম্বে নিঃশর্তে মুক্তি চান।
উক্ত প্রতিবাদ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জাহাঙ্গীর রাজীব রাজু, বাংলাদেশ মফস্বল সাংবাদিক সোসাইটি কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব সাংবাদিক তোফায়েল আহমদের পরিচালনায় মানব বন্ধন ও প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রিয়াজ রহমান, সাংগঠনিক সম্পাদক সবুজ মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক মোহন আহমদ, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক হাফিজুর রহমান লস্কর, সহকারী সম্পাদক নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় কমিটির সদস্য ফয়ছল কাদির, নাজমা খান আরজু, ইউসুফ আলী, জাহেদ আহমদ, শাহাবুদ্দিন, সহ আরো অনেকে।