
মুলাদী প্রতিনিধিঃ মুলাদীতে স্কুল ছাত্রী আখিনুরের হত্যাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক বিচারের দাবীতে মানব বন্ধন করেছে চরপৈক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধিসমাজ। আজ ৮ আগষ্ট সোমবার বেলা ১১টায় উপজেলার গাছুয়া ইউনিয়নের চরপৈক্ষা মাধ্যমিক বিদ্যালয় মাঠে হত্যাকারীদের ফাঁসির দাবী জানিয়ে মানববন্ধন করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে উপস্থিত ছিলেন, গাছুয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জসিম উদ্দিন, ইউপি সদস্য রুহুল আমিন, সিপন হাওলাদার, দুলাল হোসেন খান, সাবেক প্রধান শিক্ষক আলহাজ্ব ফকর উদ্দিন, পূর্ব হোসবাদ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক মোঃ নাসির উদ্দিন, ম্যানেজিং কমিটির সভাপতি সিরাজ হাওলাদার, কবির হোসেন হাওলাদার, চরপৈক্ষা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম আহম্মেদ সহ পাঁচ শতাধীক শিক্ষার্থী ও স্থানীয় সচেতন মহল। মানববন্ধনে হত্যাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানিয়েছেন বক্তারা।