
কক্সবাজারের পেকুয়া উপজেলার সর্ব বৃহৎ মানবিক সংগঠন পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের নির্বাচন স্থগিত করেন নির্বাচন কমিশন।
আগামী( ৮ই আগষ্ট) এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও কিছু কুচক্রী মহলের ষড়যন্ত্রে নির্বাচন কমিশনার তা স্থগিত করে দিতে বাধ্য হন।
সংগঠনের সদস্যদের দাবী, পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ এর নির্বাচন নিয়ে একটি সংঘবদ্ধ কুচক্রী মহল ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা বরাবরের ন্যায় এবারও রাজনৈতিক ফায়দা হাসিল করতে চায়। তাদের নেতৃত্বে রয়েছে দুষ্টু কিছু লোক। যা সংগঠন মাঝ পথে এসেই সংগঠন এর মানক্ষুণ্ণে লিপ্ত হয়েছে। পেকুয়া উপজেলা প্রবাসী ঐক্য পরিষদ একটি অরাজনৈতিক সমাজিক সংগঠন যেখানে মানবতার কল্যাণে প্রায় ১৩৬ জন প্রার্থী তালিকা নির্বাচন কমিশন কতৃক প্রকাশিত হয়েছে। তার মধ্যে গুটি কয়েক জন প্রার্থী তাদের নিশ্চিত পরাজয় জেনে কয়েক জনের একটি সংঘবদ্ধ চক্র নির্বাচন বানচাল করতে মরিয়া হয়ে ওঠেপড়ে লেগেছে। উপজেলা প্রবাসী ঐক্য পরিষদের প্রধান নির্বাচন কমিশনার বরাবর ২২জনের স্বাক্ষরিত একটি মনগড়া অভিযোগ দেয়। যা সম্পুর্ণ নির্বাচনী তফসিল ও সংবিধান বিরোধী।
এবিষয়ে সংগঠনের প্রধান নির্বাচন কমিশনার ড. জাকির হাওলাদার বলেন, প্রবাসী ঐক্য পরিষদের উপদেষ্টা এবং স্থায়ী কমিটির সদস্য তালিকা মিল না থাকায় বারবার নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে। সেজন্য নির্বাচন স্থগিত করা হলো।
তিনি আরো বলেন, নির্বাচনের এক তফসিলে লেখা আছে কমিটির সব সদস্য প্রার্থী হয়ে নির্বাচন করতে পারবে। আরেক তফসিলে লিখা আছে সংগঠনের নতুন সদস্য হয়ে একবছর কাজ করলে তারাও নির্বাচন করতে পারবে। মূলত তাদের মধ্যে অমিল থাকায় আমি নির্বাচনটা সাময়িকভাবে স্থগিত করেছি। পরবর্তীতে তারা ঐক্যবদ্ধ হলে পূনরায় নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে।