
গাজী এনামুল হক (লিটন)
নিজস্ব প্রতিনিধিঃ
পিরোজপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে জ্বালানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধগতির প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১০ আগস্ট) ২০২২ ইংরেজি তারিখে বিকাল চারটায় টাউন ক্লাব সংলগ্ন বিলাস চত্বরে, পিরোজপুর জেলা জাতীয় পার্টির উদ্যোগে তেল, গ্যাস, ডিজেল, অকটেন সহ সকল প্রকার জ্বালানি পন্যের মূল্য বৃদ্ধি ও নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন উর্ধগতির প্রতিবাদে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয় পার্টির সদস্য সচিব জনাব বশির আহম্মেদ। আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক পার্টির যুগ্ম-শৃঙ্খলা বিষয়ক সম্পাদক, পিরোজপুর জেলা জাতীয় পার্টির অন্যতম নেতা জনাব তৌনিক উল হক। কাউখালী উপজেলা জাতীয় পার্টির সভাপতি জনাব মোঃ শহিদুল ইসলাম সোহেল। জেলা যুব সংহতির সাধারণ সম্পাদক মোতালেব হোসেন তোতা ও জাতীয় তরুণ পার্টির সভাপতি রাজ্জাক হাওলাদারসহ আরো অনেকে।
উক্ত বিক্ষোভ সমাবেশে বক্তারা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।
বিক্ষোভ সমাবেশ আরো উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জাতীয় পার্টি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতা-কর্মীবৃন্দ।