
আবদুল্লাহ আল মামুন যশোর জেলা প্রতিনিধি :
যশোরের মণিরামপুরে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কবির হোসেন’কে উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের সকল নেতৃবৃন্দ ও সদস্যদের উপস্থিতিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান,সাধারণ সম্পাদক তন্ময় কুন্ডু, সহ-সভাপতি শফি সম্রাট, আজিজুর রহমান, বাবুল আক্তার, যুগ্ম সাধারণ সম্পাদক জি এম টিপু সুলতান, মহিলা বিষয়ক সম্পাদিকা মিথিলা ইসলাম মাছুমা, প্রচার সম্পাদক আতিয়ার রহমান,ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মোঃ আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সৌজন্য সাক্ষাৎকালে নবাগত ইউএনও কবির হোসেন বলেন, দেশের চতুর্থ স্তম্ভ, সাংবাদিক সমাজের দর্পণ, সাংবাদিকের কলমে অনেক কিছুই সম্ভব, বর্তমান দেশের উন্নয়নের ধারা তুলে ধরতে গণমাধ্যমের ভুমিকা অনস্বীকার্য। আমার পক্ষ থেকে সর্বদা সহযোগীতা ও শুভকামনা সবসময়।
এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার ব্যবহারের প্রশংসা করে উপজেলা প্রেসক্লাব মনিরামপুরের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম লুৎফর রহমান বলেন সত্যি আমরা আনন্দিত ও খুশি আপনার আন্তরিকতায় উপজেলা প্রেসক্লাব সবসময় আপনার পাশে থেকে আপনার সকল কার্যক্রম তুলে ধরবে।