
তারেক হাসান, জবি প্রতিনিধি।
দেশের গুচ্ছভুক্ত ২২টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মানবিক অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল আজ প্রকাশিত হয়েছে।
আজ ১৬ ই আগস্ট, মঙ্গলবার বিকেলে ৩টায় গুচ্ছের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়।
GST গুচ্ছ (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষায় ১ম হয়েছেন দিগন্ত বিশ্বাস
প্রাপ্ত স্কোরঃ ৮২.২৫
দিনাজপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ।
পরিক্ষার পাশ মার্ক ছিলো ৩০ নম্বর। মোট পরিক্ষার্থীর ৫৬.২৬ শতাংশ বা ৪৮১০৬ জন উত্তীর্ণ হয়েছে এবং ৪৩.৬৮ শতাংশ বা ৩৭৩৫১ জন পাশ করতে পারে নি। এছাড়া ৫৫জনের পরিক্ষা বাতিল করা হয়েছে।
গুচ্ছ “খ” ইউনিট সমীকরণ ২০২১-২২ শিক্ষাবর্ষঃ
পরিক্ষার ফলাফল
৮০ কিংবা তার অধিক নম্বর পেয়েছেন ১ জন
৭৫ কিংবা তার অধিক নম্বর পেয়েছেন ৩২,
৭০ কিংবা তার অধিক পেয়েছেন ১৮৬ জন,
৬৫ কিংবা তার অধিক পেয়েছেন ৭৬৫ জন,
৬০ কিংবা তার বেশি পেয়েছেন ২ হাজার ২৯৩ জন,
৫৫ কিংবা তার বেশি পেয়েছেন ৫ হাজার ৭২৩ জন,
৫০ কিংবা তার বেশি পেয়েছেন ১১ হাজার ৪২৫,
৪৫ কিংবা তার বেশি পেয়েছেন ১৯ হাজার ২১৪,
৪০ কিংবা তার বেশি পেয়েছেন ২৮ হাজার ৫৬২ জন
৩৫ কিংবা তার বেশি পেয়েছেন ৩৮ হাজার ২৬৫
৩০ কিংবা তার বেশি পেয়েছেন ৪৮ হাজার ১০৬ জন।
এবং সর্বনিম্ন নম্বর পেয়েছে -১২.৫০
এছাড়া গুচ্ছের পরিক্ষার জন্য আবেদন করেছিলো ৯০৬৩৭ জন। তাদের মধ্যে উপস্থিতির হার ৯৪.৩৫ শতাংশ বা ৮৫৫১২ জন। অনুপস্থিত ছিলো ৫.৬৫ শতাংশ বা ৫১২৫ জন।
গুচ্ছের ওয়েবসাইট
গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো হলো:—
জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ইসলামী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল ইউনিভার্সিটি, শেখ হাসিনা বিশ্ববিদ্যালয়, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
উল্লেখ্য, ১৩ই আগস্ট, শনিবার মানবিক অনুষদভুক্ত ‘বি’ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সারাদেশে ২৯ কেন্দ্রে এই বিভাগে মোট ৯৫ হাজার ৬৩৭ জন শিক্ষার্থী এই ভর্তি পরিক্ষার জন্য আবেদন করে।