
মোঃ ছায়েদ হোসেন, রামগঞ্জ (লক্ষ্মীপুর) সংবাদদাতাঃ মাদকদ্রব্য উদ্ধার ও মাদক বিক্রেতা গ্রেফতার, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখায় পূনরায় জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন লক্ষ্মীপুরের রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ এমদাদুল হক।
এনিয়ে পরপর চার বার নিজের শ্রেষ্ঠত্ব প্রমান করে জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হয়েছেন তিনি। ১৬ আগষ্ট ২০২২ইং মঙ্গলবার সকাল ১০ টায় মাসিক কল্যাণ সভায় লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পুলিশ সুপার ড. এ এইচ এম কামরুজ্জামান – পিপিএম-সেবা (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত)এ ঘোষণা দেন।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) পলাশ কান্তি নাথ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মংনেথোয়াই মারমা, সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) আবদুল্লাহ মোহাম্মদ শেখ সাদী, ডিআইও-১, জেলা গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ, আর আই (পুলিশ লাইন্স), আরওআই, ওসি এমটি, টিআই (প্রশাসন), সকল থানার অফিসার ইনচার্জ ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং ফোর্সবৃন্দ।
জুলাই ২০২২ ইং মাসে রামগঞ্জ থানার অপরাধ নিয়ন্ত্রনে ভারপ্রাপ্ত কর্মকর্তা এমদাদুল হকের নেতৃত্বে মাদকদ্রব্য উদ্ধার ও মাদক বিক্রেতা গ্রেফতার, সাজাপ্রাপ্ত ও পলাতক আসামী গ্রেফতারসহ আইনশৃঙ্খলা রক্ষায় উল্লেখ্যযোগ্য ভূমিকা রাখায় রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ এমদাদুল হক কে ৪র্থ বারের জেলার শ্রেষ্ঠ কর্মকর্তা হিসাবে পুরুস্কৃত করা হয়। লক্ষ্মীপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে মনোনিত করেন এবং ভালো কাজের স্বীকৃতি স্বরূপ শ্রেষ্ঠত্ব সনদ, ক্রেস্ট এবং অর্থ পুরষ্কার প্রদান করেন।