
গাজী এনামুল হক (লিটন)
নিজস্ব প্রতিনিধিঃ
শুক্রবার সন্ধ্যার পর পরই জেলা পরিষদ নির্বাচন উপলক্ষে পিরোজপুর জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বারদের নিয়ে একমাত্র নারী প্রার্থী সালমা রহমান হ্যাপি’র মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এ অনুস্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এম পি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ,কে,এম,এ আউয়াল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর পৌরসভার মেয়র জনাব মোঃ হাবিবুর রহমান মালেক, পিরোজপুর সদর উপজেলার চেয়ারম্যান মোঃ মজিবুর রহমান খালেক সহ পিরোজপুর পৌরসভার কাউন্সিল’র বৃন্দ। এসময় বক্তব্যকালে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গন সালমা রহমান হ্যাপি’র পক্ষে কাজ করার আহবান জানান।
মত বিনিময় সভা সঞ্চালনা করেন পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ রেজাউল করিম মন্টু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পিরোজপুর পৌরসভার জন নন্দিত মেয়ের মোঃ হাবিবুর রহমান মালেক, তিনি বক্তৃতা কালে-শহীদ ওমর ফারুক এর বোন সালমা রহমান হ্যাপি’র পক্ষে কাজ করে তাকে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নির্বাচিত করার জন্য সকলের প্রতি আহবান জানান।
প্রধান অতিথি সাবেক এম পি ও পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি এ, কে,এম,এ আউয়াল বক্তব্য রাখেন এবং তিনি বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা’র মনোনীত একমাত্র নারী প্রার্থী সালমা রহমান হ্যাপী’র পক্ষে আমরা সকলে ঐক্য বদ্ধ হয়ে কাজ করে, সালমা রহমান হ্যাপীকে ভোট দিয়ে জয় যুক্ত করে পিরোজপুর জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে, জননেত্রী শেখ হাসিনার মনোনীত একমাত্র নারী প্রার্থী সালমা রহমান হ্যাপীকে উপহার দিবো ইনশাআল্লাহ।
এ দিকে, জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন জমা দিয়েছেন ৬ জন প্রার্থী।
পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনায়নপত্র জমা দিয়েছেন। বৃহষ্পতিবার বিকেল ৩টা পর্যন্ত প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের শেষ সময় ছিল।
পিরোজপুর জেলা নির্বাচন অফিসার ও জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটানিং অফিসার মো. জিয়াউর রহমান খলিফা জানান, পিরোজপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৬জন, ৭টি সাধারণ সদস্য (পুরুষ) পদে ৩৪ জন এবং ৩টি সংরক্ষিত (মহিলা) সদস্য পদে ১৩ জন প্রার্থীর মনোনয়নপত্র জমা পড়েছে।
চেয়ারম্যান পদে মনোনয়নপত্র জমাদানকারীরা হলেন-পিরোজপুর জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও সদ্য বিদায়ী জেলা পরিষদ প্রশাসক, মোঃ. মহিউদ্দিন মহারাজ, বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় মনোনীত প্রার্থী মহিলা পরিষদ পিরোজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সালমা রহমান হ্যাপী, ভান্ডারিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য আবদুল্লাহ আল মাসুদ, নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও সাবেক পৌর কাউন্সিলর হাসিনা মনি, পিরোজপুর সদর উপজেলার শরিফুজ্জামান সিকদার এবং মঠবাড়িয়া উপজেলার মোঃ আমির হোসেন।
এছাড়া ৭টি সাধারণ সদস্য (পুরুষ) পদে ১নং ওয়ার্ডে (নাজিরপুর উপজেলা) প্রার্থী হয়েছেন ৯ জন, ২নং ওয়ার্ডে (নেছারাবাদ) ৪ জন, ৩নং ওয়ার্ডে (পিরোজপুর সদর) ৫ জন, ৪নং ওয়ার্ডে (ইন্দুরকানী) ৩ জন, ৫নং ওয়র্ডে (কাউখালী) ৫ জন, ৬নং ওয়ার্ডে (ভান্ডারিয়া) ৩ জন এবং ৭নং ওয়ার্ডে (মঠবাড়িয়া উপজেলা) প্রার্থী হয়েছেন ৫ জন।
সংরক্ষিত (মহিলা) ৩টি সদস্য পদের মধ্যে ১নং ওয়ার্ডে (নাজিরপুর ও স্বরূপকাঠী উপজেলা) প্রার্থী হয়েছেন ৬ জন, ২নং ওয়ার্ডে (পিরোজপুর সদর, ইন্দরকানী ও কাউখালী উপজেলা) ৩ জন এবং ৩নং ওয়ার্ডে (ভান্ডারিয়া ও মঠবাড়িয়া উপজেলা) প্রার্থী হয়েছেন ৪ জন।