
সাইদুল ইসলাম, রংপুর প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব শনিবার (১ অক্টোবর) থেকে শুরু হয়েছে । ষষ্ঠী পূজার মধ্য দিয়ে এই দুর্গোৎসব শুরু হয়েছে। অাগামী বুধবার (৫ অক্টোবর) বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হবে পাঁচ দিনের এ মহোৎসব।
এ মহোৎসবকে আনন্দমুখর করতে সাড়া দেশজুড়ে বর্ণাঢ্য প্রস্তুতিও নিয়েছে। সারাদেশে উৎসবের আমেজ বইছে, ঢাক-ঢোল কাঁসা ও শঙ্খের আওয়াজে বিভিন্ন মন্দির মুখরিত হয়ে উঠেছে।
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে হিন্দু সম্প্রদায়ের সকল শ্রেনী পেশার মানুষকে রংপুর মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি রাসেদ উন নবী খান বিপ্লব, সাধারণ সম্পাদক অারিফিন রুবেল ও সাংগঠনিক ইমরান হোসেন স্বারদ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।