
রনি মিয়া, স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী, উপজেলার সৈয়দপুর গ্রামের কৃতিসন্তান, যুক্তরাজ্য প্রবাসী ও তরুন সমাজ সেবক, কৃতি ফুটবলার সৈয়দ তুহেল মিয়া আনুষ্ঠানিক ভাবে মনোনয়নপত্র দাখিল করেছেন।
আজ বুধবার (৫ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাচন অফিসার মোঃ মুজিবুর রহমানের কাছে তিনি এ মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ জেলা পরিষদের সাবেক সদস্য সৈয়দ দুলাল, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র সাফরুজ ইসলাম মুন্না, পৌর কাউন্সিলর সুহেল আহমদ, জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি মোঃ আজাদ আলী,
মোঃ সাইফুর রহমান, সমাজ সেবক আকবর আলী, সুজন আলী, আলতাব কোরেশি, সৈয়দ তানিম, সৈয়দ ময়েজ, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ শাহজামাল প্রমূখ।
মনোনয়নপত্র দাখিলকালে ভাইস চেয়ারম্যান প্রার্থী সৈয়দ তুহেল মিয়া সাংবাদিকদের বলেন, সূদুর প্রবাসে থেকেও দেশ ও এলাকার মানুষের কথা সবসময় চিন্তা করেছি। মানুষের সেবা করতে পারাটাই আমি এবাদত বলে মনে করি।
জনগনের সহযোগিতা পাচ্ছি বলেই নির্বাচনে অংশ গ্রহন করেছি। নির্বাচিত হলে সকলের সহযোগিতায় উপজেলা পরিষদে জনগণের কল্যানে কাজ করে যাবো।