
প্রেস বিজ্ঞপ্তি,নাইক্ষংছড়ি :
লামায় সাংবাদিকের ইলিয়াস আরমানের বিরুদ্ধে মামলায় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের মানববন্ধন
সংবাদ প্রকাশের জের ধরে দৈনিক যুগান্তর লামা প্রতিনিধি সাংবাদিক ইলিয়াস আরমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মানববন্ধন করেছে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের কর্মরত সাংবাদিকরা।
শুক্রবার (০৭অক্টোবর) বিকাল সাড়ে ৩টায় সময় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সামনে নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব আয়োজনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে নাইক্ষ্যংছড়ি প্রেস ক্লাবের সদস্য সচিব ও দৈনিক যুগান্তরের নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জাহাঙ্গীর আলম কাজলের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের পত্রিকা নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মাঈনুদ্দিন খালেদ, প্রেসক্লাবের আহবায়ক ও দৈনিক যায়যায়দিন নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আব্দুল হামিদ, প্রেসক্লাবের যুগ্ন আহবায়ক ও দৈনিক মানবজমিন নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আমিনুল ইসলাম (আমিন)।
মানববন্ধনে বক্তারা বলেন, আজিজনগরে এক নারীর বিরুদ্ধে হয়রানী মূলক মামলার প্রতিবাদে অনুষ্ঠিত মানববন্ধনের সংবাদ প্রকাশের জের ধরে ডিজিটাল নিরাপত্তা আইনে ইলিয়াছ আরমানকে জড়িয়ে একটি মামলা দায়ের করা হয়। মামলা দিয়ে সাংবাদিকদের কলম বন্ধ করা যাবে না। যারা মামলা হামলা করে সাংবাদিকদের কলম বন্ধ করতে চান। তারা বোকার স্বর্গে বসবাস করছেন। মামলা কোন ভাবে আমাদের আটকাতে পারবেন না।
অনতিবিলম্বে সাংবাদিককে জড়িয়ে দায়ের হয়রানি মূলক মামলা প্রত্যাহার করে নেয়ার জোর দাবী জানান উপস্থিতি বক্তারা।
মানব বন্ধনে উপস্থিত ছিলেন, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দৈনিক, সংগ্রাম পত্রিকা নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মাহামুদুল হক বাহাদুর,প্রেসক্লাবের সাবেক অর্থ-সম্পাদক, বর্তমান আহবায়ক কমিটির সদস্য ও দৈনিক ভোরের ডাক নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মোহাম্মদ তৈয়ব উল্লাহ, নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাবের সদস্য ও দৈনিক ভোরের পাতা নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি জয়নাল আবেদ্দিন টুক্কু,প্রেসক্লাবের সদস্য ও দৈনিক সংবাদ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি হাফিজুল ইসলাম চৌধুরী, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক’ মানবকন্ঠ নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি আব্দুর রশিদ। প্রেসক্লাবের সদস্য ও দৈনিক কক্সবাজার একাত্তর নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মো: শাহীন, প্রেসক্লাবের সদস্য ও দৈনিক দেশবাংলা নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি মো: ইউনুছ প্রমূখ।