
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে ফুলবাড়ীতে সদস্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম বাবু বিজয়ী। গতকাল সোমাবার দিনাজপুরের ফুলবাড়ী উপজেলায় আসন্ন দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে সদস্য প্রার্থী মোঃ শফিকুল ইসলাম বাবু’র তালা মার্কার ৭১ ভোট পেয়ে বিজয়ী হন।
তার প্রতিদ্বন্দী প্রার্থী মোঃ আবু শহীদ বৈদ্যুতিক পাখা মার্কায় ৩৪ ভোট পায় এবং অপর প্রার্থী মশিউর রহমান অটোরিক্সা মার্কা ০২ ভোট পান। বে-সরকারি ভাবে নির্বাচন কমিশন মোঃ শফিকুল ইসলাম বাবু কে সদস্য হিসেবে বিজয়ী ঘোষনা করেন। ফুলবাড়ী পৌরসভা, উপজেলা পরিষদ ও সাতটি ইউনিয়নে জেলা পরিষদের নির্বাচনে মোট ভোটার রয়েছেন ১০৭টি।
ভোটাররা তাদের মূল্যবান ভোট দিয়ে গত ১৭ই অক্টোবর নির্বাচনের মাধ্যমে ভোট প্রদান করে যোগ্য ব্যক্তি নির্বাচিত করেন। এদিকে শফিকুল ইসলাম বাবু দিনাজপুর জেলা পরিষদের সদস্য পদে নির্বাচীত হওয়ায় ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভে”ছা। ফুলবাড়ীর কৃতিসন্তান আবু জাফর মোঃ রহমতউল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার হওয়ায় ফুলবাড়ী বাসির পক্ষ থেকে অভিনন্দ ।
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ফুলবাড়ীর উপজেলার কৃতিসন্তান আবু জাফর মোঃ রহমতউল্লাহ অতিরিক্ত পুলিশ সুপার হওয়ায় ফুলবাড়ী বাসির পক্ষ থেকে এবং ফুলবাড়ী থানা প্রেস ক্লাবের সাংবাদিকদের পক্ষ থেকে অভিনন্দ। ফুলবাড়ী-৫ আসনের সাবেক সংসদ মরহুম মোহাম্মদ শোয়েব বাবুল (এমপি) এর দ্বিতীয় পুত্র ফুলবাড়ী উপজেলার কৃতি সন্তান আবু জাফর মোহাম্মদ রহমতুল্লাহ (দ্বীপ) অতিরিক্ত পুলিশ সুপার (৬ষ্ঠ গ্রেড) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় ফুলবাড়ী বাসি ও ফুলবাড়ী থানা প্রেসক্লাবের পক্ষ থেকে প্রাণঢালা অভিনন্দন ও শুভে”ছা।