
প্রেস বিজ্ঞপ্তি
র্যাব-৩ এর অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকা হতে মোবাইল চোরচক্রের মূলহোতাসহ ০২ জন গ্রেফতার।
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে সংঘবদ্ধ মোবাইল চোরচক্রের মূলহোতা, মোঃ দেলোয়ার হোসেন (৬০), পিতা-মৃত বুজরত আলী, সাং-দোগড়, থানা-কচুয়া, জেলা-চাঁদপুর এবং সহযোগী , মোঃ আলমগীর হোসেন (৩৬), পিতা-মৃত আব্দুল লতিফ, সাং-কাচিকাটা, থানা-সখিপুর, জেলা-শরিয়তপুরদ্বয়ের হেফাজত হতে ৮৬ টি মোবাইলফোন, ২০৫ টি ব্যাটারী এবং নগদ ৩,৪০০/- টাকাসহ ১৬-১০-২০২২ তারিখ ১৯.৫৫ ঘটিকার সময় গ্রেফতার করছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩ বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৩ এর অধিনায়ক লেঃ কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ, বিজিবিএম, পিবিজিএম, পিএসসি।
অধিনায়ক আরো জানান, গ্রেফতারকৃত আসামীরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে নারায়ণগঞ্জসহ বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে মোবাইলের আইএমইআই নম্বর পরিবর্তন করে সম্পূর্ণ অবৈধভাবে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয় করে আসছে।
ফারজানা হক
সহকারী পুলিশ সুপার
স্টাফ অফিসার (মিডিয়া)
পক্ষে পরিচালক