
মো. আজিজার রহমান, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের খানসামা উপজেলার ১নং আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে সপ্তম শ্রেণির ছাত্রী চাঁদনী আক্তার ১৩ (ছদ্ম নাম) এর বাল্যবিবাহ বন্ধ করলেন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাতে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান গোপন সংবাদ পেয়ে আকসার আলী বাড়িতে মোবাইল কোর্ট পরিচালনা করেন। পরে তিনি বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী বিয়ে বন্ধ করা হয় এবং এই বিয়ের উপর নিষেধাজ্ঞা প্রদান করেন। একই সাথে মেয়ের মা কর্তৃক মেয়ের বয়স ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না মর্মে মুচলেকা গ্রহণ করেন।
উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ হাসান বলেন, বাল্যবিবাহ বন্ধে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য চাঁদনী আক্তার ১৩ (ছদ্ম নাম) আক্তারের বাড়ি আলোকঝাড়ি ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের আকসার আলীর মেয়ে চাঁদনী আক্তার ১৩ (ছদ্ম নাম) সপ্তম শ্রেনীতে পড়াশোনা করেন।