
মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি :
দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত দিনাজপুর জেলা জাপার সভাপতি আলহাজ্ব দেলওয়ার হোসেন বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। আলহাজ্ব দেলওয়ার হোসেন আনারস প্রতীকে ১১৬২ ভোট পেয়ে নির্বাচিত হন। আলহাজ্ব দেলওয়ার হোসেন নির্বাচিত হওয়ায় জাতীয় পার্টি র কেন্দ্রীয় কমিটির সদস্য আগামি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুর -৫ আসনের সম্ভব্য এমপি প্রার্থী মোঃ সোলায়মান সামি নবনির্বাচিত চেয়ারম্যান কে ফুলের শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।
তিনি বলেন, নবনির্বাচিত চেয়ারম্যান আগামীতে সততা ও নিষ্ঠার সঙ্গে দিনাজপুর বাসীর সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে দিনাজপুর জেলা পরিষদ নির্বাচনে নব- নির্বাচিত সাধারণ সদস্য ও সংরক্ষিত মহিলা সদস্যদ্যের হাসিনা বানুকে অভিনন্দন জানিয়েছেন তিনি।