
রুবেল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রতিনিদিঃ
প্রার্থীর হয়ে চাকরির নিয়োগ পরীক্ষা প্রক্সি দেওয়ার অপরাধে বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীকে কারাদ- দিয়েছে ভাম্রমান আদালত। আজ ( ২২অক্টোবর) শনিবার ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জেলা প্রশাসক কার্যালয়ের কর্মচারী নিয়োগ পরীক্ষা চলাকালে ওই শিক্ষার্থীকে আটকের পর এ দ- দেন ভ্রাম্যমাণ আদালত।
দন্ড-প্রাপ্ত শিক্ষার্থী সুমন দেবনাথ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থী বলে নিশ্চিত করেছেন কেন্দ্রের ম্যাজিস্ট্রেট। পুলিশ জানায়, জেলা প্রশাসকের কার্যালয়ে হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটর পদের নিয়োগ পরীক্ষা চলছিল। যার কেন্দ্র ছিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়।
ওই কেন্দ্রে নোয়াখালীর সুমন দেবনাথ ঠাকুরগাঁওয়ের ইউনুস আলীর হয়ে পরীক্ষা দিচ্ছিলেন। এসময় সুমনের আচরণ সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদে তথ্য গরমিল পায় কেন্দ্রের ম্যাজিস্ট্রেট ও স্কুল কর্তৃপক্ষ।
পরে সুমন প্রক্সি দিতে আসার কথা স্বীকার করেন। তিনি ঠাকুরগাঁওয়ের ইউনুস আলী নামে এক পরীক্ষার্থীর পরিবর্তে পরীক্ষা দিচ্ছিলেন। কেন্দ্রে মনিটরিংয়ের দায়িত্বে থাকা রানীশংকৈল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ইন্দ্রজীত সাহা ওই শিক্ষার্থীর কারাদ-ের বিষয়টি নিশ্চিত করেন।