
কাউখালী (পিরোজপুর) সংবাদদাতা ।
জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২ উপলক্ষ্যে বরিশাল বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচিত হয়েছেন পিরোজপুরের কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা।
বরিশাল বিভাগীয় পর্যায়ে বাছাই কমিটির সভাপতি বিভাগীয় কমিশনার মো: আমিন উল আহসান ও বরিশাল প্রাথমিক শিক্ষা বিভাগের বিভাগীয় উপ পরিচালক নিলুফার ইয়াসমিন স্বাক্ষরিত চিঠিতে এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
মোছা.খালেদা খাতুন রেখা ২০১৯ সনের ২১ অক্টোবর কাউখালী উপজেলায় ইউএনও হিসেবে যোগদানের পর থেকেই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করে আসছেন। এ লক্ষ্যে তিনি বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।
করোনাকালীন সময়ে প্রাথমিকে ঝরেপড়া রোধ, বিদ্যালয় মনিটরিংসহ শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অবদান রেখেছে চলেছেন। এছাড়া বাল্যবিবাহরোধ, পরিবেশ উন্নয়ন, পাখি সুরক্ষা সহ প্রশাসনিক কর্মকর্তা হিসেবে বিভিন্ন মানবিক উদ্যোগ নিয়ে কর্ম এলাকায় ব্যাপক প্রশংসিত হয়েছেন।