বাংলাদেশ ০৪:৪৩ পূর্বাহ্ন, রবিবার, ১৬ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১ বঙ্গাব্দ
নোটিশ :

সাংবাদিক নিয়োগ চলছে,, সাংবাদিক নিয়োগ চলছে,,০১৯৯৯-৯৫৩৯৭০, ০১৭১২-৪৪৬৩০৬,০১৭১১-০০৬২১৪ সম্পাদক

     
ব্রেকিং নিউজ ::
জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা চট্টগ্রামে আঞ্চলিক গানের কিংবদন্তি শিল্পী শেফালী ঘোষ সরকারি চাকুরির প্রলোভন দেখিয়ে টাকা আত্মসাৎকারি শীর্ষ প্রতারক হাবিবুল্লাহ হাবিব কারিকরকে গ্রেফতার করে র‌্যাব। জিয়া সেতুতে অবৈধ ডাম্প ট্রাক না চলার হুঁশিয়ারি ঘূর্ণিঝড় সিডর স্মরণে রাঙ্গাবালীতে মোমবাতি প্রজ্জ্বলন। কালুরঘাট সেতুর কাজ ফেব্রুয়ারি থেকে শুরু হবে : সেতু উপদেষ্টা ব্রাহ্মণপাড়ায় বিপুল পরিমাণ মাদক ও অবৈধ ভারতীয় মালামাল জব্দ পীরগঞ্জে আবু সাঈদের কবর জেয়ারত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসি ও আমার দেশ পত্রিকার সম্পাদক। ইন্দুরকানিতে ফ্যাসিস্ট আওয়ামী লীগের ষড়যন্ত্রের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল পিরোজপুরে জোড়া খুন এর মামলায় ২১ বছরের সাজাপ্রাপ্ত আসামী খাগড়াছড়ি থেকে গ্রেপ্তার বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে আলোচনা ও আপনজন সম্মাননা চাঁদা আদায়ের উদ্দেশ্যে অপহৃত মসজিদের ইমাম হাফেজ সোলাইমান কে উদ্ধার অপহরণকারী দাদনকে গ্রেফতার করেছে র‌্যাব। নাটোরে ভোরের চেতনা পত্রিকার ২৬ তম বর্ষপূর্তী উদযাপিত। বিস্ফোরক আইনে প্রধান শিক্ষক শফিক গ্রেফতার বিএনপি নেতা – কর্মীদের ওপর বোমা হামলার অভিযোগ

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ।।

  • নিজস্ব সংবাদ :
  • আপডেট সময় ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২
  • ১৬৭৯ বার পড়া হয়েছে

 

 

 

 কুুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় প্রতিবন্ধী পরিবারের বাড়ী-ঘরে হামলা, ভাঙ্গচুর-লুটপাট ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর/২২ইং রাত আনুমানিক ৮ টায় উপজেলার তিস্তানদীর উপকন্ঠে কর্পূরা চাপরার পাড় নামক গ্রামে। এ ব্যাপারে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  
প্রাপ্ত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঐ গ্রামের মৃত মোবারক আলীর প্রতিবন্ধী পুত্র আঃ মজিদ (৬০) এর সাথে পার্শ্ববর্তী কর্পূরা কদমতলা গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র আঃ হান্নান ও তার ছেলে একরামুলের জমির ভাগ- বাটোয়ারা  নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসলে আঃ হান্নান গং বিভিন্ন সময় আঃ মজিদ ও তার পবিরারের লোকজনকে  প্রাণ নাশের হুমকি দিয়ে আসে।
এমতাবস্তায় বিগত ৮ সেপ্টেবর/২২ইং দিবাগত রাত আনুমানিক ৯ টায় আঃ হান্নান তার পুত্র একরামুলের সহায়তায় আঃ মজিদকে কৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে তিস্তা নদীর দূর্গম চরের ফাঁকা জায়গায় নিয়ে যেতে ধরলে আঃ মজিদ তা বুঝতে পেরে প্রাণ বাঁচাতে কৌশলে সেখান থেকে নিকটস্থ একটি বাড়ীতে এসে আশ্রয় নেয়। আঃ হান্নান ও একরামুল পিছনে ধাঁওয়া করে মার-মার, ধর-ধর শব্দে ঐ বাড়ীতে প্রবেশ করে আঃ মজিদের উপর হামলে পরে এবং বেধরক কিলঘুসি-মারপিট করে এক পর্যায় মাটিতে লুটিয়ে পরলে গলা চিপে ধরে  মজিদ হত্যার চেষ্টা করা হয় । 
এ সময় স্থানীয়রা শোরগোল শোনে দৌঁড়ে এসে আঃ মজিদকে উদ্ধার করে অসুস্থ্য অবস্থায় উলিপুর সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় আঃ মজিদ পরের দিন উলিপুর থানায় একটি এজাহার দাখিল করে। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধীকবার আপোষের চেষ্টা করলেও আঃ হান্নান তা মানেনি, উপরন্ত থানায় অভিযোগ করায় আঃ মজিদ ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে পরে।
এরোই ধারাবাহীগতায় ঘটনার দিন গত ২৪ অক্টবর/২২ইং দিবাগত রাত আনুমানিক ৮ ঘটিকায় আঃ মজিদসহ গ্রামের লোকজন স্থানীয় বাজারে অবস্থান করার সুযোগে আঃ হান্নান ও একরামুল তাদের সঙ্গীয় গুন্ডা বাহিনী নিয়ে স্বদল বলে আসহায় আঃ মজিদের বাড়ী-ঘরে হামলা করে  ভাংচুর-লুটপাট করে প্রায় ২৫ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে।
এসময় আঃ মজিদের স্ত্রী রওশনারা বেগম তাদের হেন কর্মকান্ডে বাঁধা নিষেধ করলে তাকে এলোপাতারী ভাবে মারপিট করে পরনের কাপরসহ শরীরের বিভিন্ন অংশে টেনে-হেচড়ে  শ্লীলতাহানী ঘটায় এবং গায়ের স্বর্ণলোঙ্কার ছিনিয়ে নেয়। এ ব্যপারে পরের দিন ২৬ অক্টবর আঃ মজিদ বাদী হয়ে উলিপুর থানায় অভিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বর্তমানে অসহায় পরিবারটির মাঝে ভূমি দস্যু হান্নান বাহিনীর আক্রমনের আতঙ্ক বিরাজ করছে বলে একাধিক সুত্র জানিয়ছে। সৃষ্ট এ ঘটনার পর ঐ এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করায় যে কোনো সময় একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংর্ঘের আসঙ্কা করা হয়েছে।
জনপ্রিয় সংবাদ

জেলা পরিষদের সদস্য ও বাইশারীর কৃতি সন্তানদের গণসংবর্ধনা

কুড়িগ্রামের উলিপুরে প্রতিপক্ষের বাড়ী-ঘরে হামলা, ভাংচুর, লুটপাট ।।

আপডেট সময় ০৭:৩৮:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অক্টোবর ২০২২

 

 

 

 কুুড়িগ্রাম প্রতিনিধিঃ
কুড়িগ্রামের উলিপুরে জমি সংক্রান্ত বিরোধের জের ধরে একটি অসহায় প্রতিবন্ধী পরিবারের বাড়ী-ঘরে হামলা, ভাঙ্গচুর-লুটপাট ও মারধরের অভিযোগ পাওয়া গেছে।
ঘটনাটি ঘটেছে গত ২৪ অক্টোবর/২২ইং রাত আনুমানিক ৮ টায় উপজেলার তিস্তানদীর উপকন্ঠে কর্পূরা চাপরার পাড় নামক গ্রামে। এ ব্যাপারে উলিপুর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।  
প্রাপ্ত অভিযোগ ও এলাকাবাসী সূত্রে জানাগেছে, ঐ গ্রামের মৃত মোবারক আলীর প্রতিবন্ধী পুত্র আঃ মজিদ (৬০) এর সাথে পার্শ্ববর্তী কর্পূরা কদমতলা গ্রামের মৃত মোজাম্মেল হকের পুত্র আঃ হান্নান ও তার ছেলে একরামুলের জমির ভাগ- বাটোয়ারা  নিয়ে দীর্ঘ দিন থেকে বিরোধ চলে আসলে আঃ হান্নান গং বিভিন্ন সময় আঃ মজিদ ও তার পবিরারের লোকজনকে  প্রাণ নাশের হুমকি দিয়ে আসে।
এমতাবস্তায় বিগত ৮ সেপ্টেবর/২২ইং দিবাগত রাত আনুমানিক ৯ টায় আঃ হান্নান তার পুত্র একরামুলের সহায়তায় আঃ মজিদকে কৌশলে বাড়ী থেকে ডেকে নিয়ে তাকে খুন করার উদ্দেশ্যে তিস্তা নদীর দূর্গম চরের ফাঁকা জায়গায় নিয়ে যেতে ধরলে আঃ মজিদ তা বুঝতে পেরে প্রাণ বাঁচাতে কৌশলে সেখান থেকে নিকটস্থ একটি বাড়ীতে এসে আশ্রয় নেয়। আঃ হান্নান ও একরামুল পিছনে ধাঁওয়া করে মার-মার, ধর-ধর শব্দে ঐ বাড়ীতে প্রবেশ করে আঃ মজিদের উপর হামলে পরে এবং বেধরক কিলঘুসি-মারপিট করে এক পর্যায় মাটিতে লুটিয়ে পরলে গলা চিপে ধরে  মজিদ হত্যার চেষ্টা করা হয় । 
এ সময় স্থানীয়রা শোরগোল শোনে দৌঁড়ে এসে আঃ মজিদকে উদ্ধার করে অসুস্থ্য অবস্থায় উলিপুর সদর হাসপাতালে ভর্তি করায়। এ ঘটনায় আঃ মজিদ পরের দিন উলিপুর থানায় একটি এজাহার দাখিল করে। বিষয়টি নিয়ে স্থানীয়রা একাধীকবার আপোষের চেষ্টা করলেও আঃ হান্নান তা মানেনি, উপরন্ত থানায় অভিযোগ করায় আঃ মজিদ ও তার পরিবারের উপর ক্ষিপ্ত হয়ে পরে।
এরোই ধারাবাহীগতায় ঘটনার দিন গত ২৪ অক্টবর/২২ইং দিবাগত রাত আনুমানিক ৮ ঘটিকায় আঃ মজিদসহ গ্রামের লোকজন স্থানীয় বাজারে অবস্থান করার সুযোগে আঃ হান্নান ও একরামুল তাদের সঙ্গীয় গুন্ডা বাহিনী নিয়ে স্বদল বলে আসহায় আঃ মজিদের বাড়ী-ঘরে হামলা করে  ভাংচুর-লুটপাট করে প্রায় ২৫ হাজার টাকার মালামাল ক্ষতি সাধন করে।
এসময় আঃ মজিদের স্ত্রী রওশনারা বেগম তাদের হেন কর্মকান্ডে বাঁধা নিষেধ করলে তাকে এলোপাতারী ভাবে মারপিট করে পরনের কাপরসহ শরীরের বিভিন্ন অংশে টেনে-হেচড়ে  শ্লীলতাহানী ঘটায় এবং গায়ের স্বর্ণলোঙ্কার ছিনিয়ে নেয়। এ ব্যপারে পরের দিন ২৬ অক্টবর আঃ মজিদ বাদী হয়ে উলিপুর থানায় অভিযোগ করলে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।
বর্তমানে অসহায় পরিবারটির মাঝে ভূমি দস্যু হান্নান বাহিনীর আক্রমনের আতঙ্ক বিরাজ করছে বলে একাধিক সুত্র জানিয়ছে। সৃষ্ট এ ঘটনার পর ঐ এলাকায় টান-টান উত্তেজনা বিরাজ করায় যে কোনো সময় একটি বড় ধরনের রক্তক্ষয়ী সংর্ঘের আসঙ্কা করা হয়েছে।