
মোঃ মোকাদ্দেস হোসাইন সোহান, রায়গঞ্জ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার কৃষকের ধানের জমিতে, পুকুর পাড়, বাঁশঝাড়, ডোবা-নালায় দেখা যাচ্ছে সাদাবক ও বিভিন্ন দেশি অতিথি পাখিসহ নানা ধরনের পাখির সমারহ। ভোর থেকেই পাখিদের কোলাহল, কলরব, ডানা মিলে অবাধ বিচরণ, ঝাঁকে ঝাঁকে পাখি ওড়া, পানিতে সাদাবকের মাছ ধরাও দৃস্টি কাটছে সবার। সাদা-কালো বকসহ বিভিন্ন প্রজাতি পাখিদের কলতানে মুখরিত হয়ে উঠেছে উপজেলার বিভিন্ন এলাকা।
এসব পাখি দেখা যায় উপজেলার গ্রামপাঙ্গাসী আবুল কাসেমের বাঁশঝাড়সহ বিভিন্ন বাঁশঝাড়ে। উপজেলার বিভিন্ন এলাকা থেকে প্রায় হারিয়ে যেতে বসে ছিল অতিথি পাখিগুলোো। কিন্তু মানুষের অকৃত্রিম ভালবাসা ও সচেতনতায় আবার ফিরে এসেছে সেই পূরোনো চেনা-জানা বিভিন্ন প্রজাতির পাখিদের আনা-গোনা। বিশেষ করে চলনবিলসহ আশপাশের বিল অঞ্চলগুলোতে। এসব সাদাবক ও বিভিন্ন প্রজাতির পাখিরা বিভিন্ন ডোবা-নালা থেকে বিভিন্ন ছোট ছোট মাছ ও ক্ষতিকর পোকা-মাকড়, ও শামুক খেয়ে জীবনধারণ করে থাকে।
উপজেলার শ্রীদাসগাতী গ্রামের মোঃ রহমত উল্লাহ জানান, ভোরবেলা থেকে শুরু হয়ে রাত অবধি চলে বিভিন্ন প্রজাতি পাখিদের কিচির মিচির শব্দ। সকালে সূর্য ওঠার সাথে সাথে শুরু হয় পাখিগুলোর কলোকাকলি। কেউ খাদ্য আহরণে বের হচ্ছে বিল-বিলাঞ্চলে, আবার কেউ বাচ্চাদের জন্য খাদ্য মুখে নিয়ে ফিরে আসে নীড়ে। উপজেলার বিভিন্ন এলাকায় সাদাবকসহ বিভিন্ন প্রজাতি অতিথি পাখির আগমনে সৌন্দর্য বৃদ্ধি করছে বলে মনে করছেন অনেকেই। এসব পাখিদের রক্ষা করা দরকার বলে মনে করছেন উপজেলার সচেতনমহল।