
শেখ সোহেল, বাগেরহাট জেলা প্রতিনিধি :
বাগেরহাটের রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্রের তামার তারসহ চার চোরকে আটক করেছে খুলনা-৩ আনসার ব্যাটালিয়ন রামপাল ক্যাম্পের সদস্যরা।
শুক্রবার (১৮ নভেম্বর) দুপুরে বিদ্যুৎ কেন্দ্রের মুল ফটকে চোরাইভাবে ৫৩ পিচ তামার তারসহ তাদের আটক করা হয়। এর সাথে চোরাই কাজে ব্যবহৃত একটি ট্রাক আটক করেছে আনসার।
আটককৃতরা হলেন, ট্রাকের চালক রামপাল উপজেলার বর্ণি গ্রামের মিশারুল ইসলাম হাওলাদার (২৪), মানিকপুর গ্রামের ইমরান তরফদার (৪২), সুলতানিয়া গ্রামের সাইফুল শেখ (২৬) ও ট্রাকের হেলপার মোরেলগঞ্জের জিউধারা গ্রামের ফুল মিয়া। উদ্ধারকৃত মালামালের আনুমানিক মুল্য ৭২ হাজার টাকা হবে।
ব্যাটালিয়ন অধিনায়ক চন্দন দেবনাথ বলেন, তাপ বিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী উদ্ধারকৃত মালামাল ও চোরকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।