
কাউখালী প্রতিনিধি।
পিরোজপুরের কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের দক্ষিণ বেতকা নিবাসী বীর মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান ওরফে লালু কমান্ডার (৮৫) সোমবার রাতে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। (ইন্নালিল্লাহি রাজিউন)।
মৃত্যুকালে স্ত্রী, তিন ছেলে ও পাঁচ মেয়ে রেখে গেছেন। তার মৃত্যুতে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সাঈদ মিয়া মনু, ভাইস চেয়ারম্যান মৃদুল আহমেদ সুমন, মহিলা ভাইস-চেয়ারম্যান নার্গিস আরা হাদিয়া সহ উক্ত ইউনিয়নের চেয়ারম্যান আবু সাঈদ, সাবেক চেয়ারম্যান এলিজা সাইদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। মঙ্গলবার সকালে রাষ্ট্রীয় মর্যাদায় জানাজার শেষে পারিবারিক গোরস্থানের দাফন করা হয়। এ সময় রাষ্ট্রপক্ষের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাম্মৎ খালেদা খাতুন রেখা।