
আজিজুল হক নাজমুল স্টাফ রিপোর্টারঃ
জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় কমিটির যুগ্ম সচিব হয়েছেন সাংবাদিক কে এম রুবেল আলতাফ হোসেন কে সভাপতি ও কামরুল ইসলাম কে মহাসচিব করে জাতীয় সাংবাদিক সংস্থা কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ২০২৩-২০২৪ গঠন করা হয়।
গতকাল সোমবার (১২ ডিসেম্বর ) জাতীয় সাংবাদিক সংস্থার মহাসচিব জনাব কামরুল ইসলাম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় সাংবাদিক সংস্থার ১০১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
জাতীয় সাংবাদিক সংস্থার ১০১ জনের কেন্দ্রীয় কমিটিতে বিভিন্ন জেলার সভাপতি সাধারন সম্পাদকরা ও সুযোগ পেয়েছেন।
এর আগে ২০১৮ সাল থেকে সাংবাদিক কে এম রুবেল জাতীয় সাংবাদিক সংস্থার চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতির দায়িত্ব পালন করেছেন উক্ত দায়িত্ব চলমান, সাংবাদিক কে এম রুবেল ২০১৩ সাল থেকে বিভিন্ন সাংবাদিক সংগঠনের চট্টগ্রামে আসছেন, তিনি ২০০৭ সাল থেকে বাংলাদেশ ১ম শ্রেনীর জাতীয় দৈনিক পত্রিকার চট্টগ্রাম জেলার দায়িত্ব পালন করে আসছেন, সাংবাদিক কে এম রুবেল মফস্বল সাংবাদিকতায় (প্রথম স্থানে অধিকারি) ২০১৮ সালে ১ম বার ও ২০২২ সালে ২য় বারের মত এটিএন বাংলা এজেএফবি স্টার অ্যাওয়ার্ড পেয়েছেন। সাংবাদিক কে এম রুবেল চট্টগ্রাম মহানগরে স্থায়ী বাসিন্দা।