
আশরাফুর রহমান হাকিম, নিজেস্ব প্রতিবেদকঃ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষা মন্ত্রী ডাঃ দীপু মনি ও স্থানীয় এমপি ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার-প্রকাশনা সম্পাদক ড. আব্দুস সোবহান গোলাপ ও কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে মাদারীপুরের কালকিনিতে একটি আনন্দ র্যালী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকালে কালকিনি পাইলট গার্লস স্কুল এন্ড কলেজ (প্রস্তাবিত বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা গার্লস স্কুল এন্ড কলেজ) এর ঢাকা শিক্ষা বোর্ডের সর্বোচ্চ মঞ্জুরী পরিষদের পক্ষ থেকে পাঠদানের অনুমতির খবরে প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও ম্যানেজিং কমিটির উদ্যোগে এ র্যালীটি অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য তাসলিমা বেগম, মোঃ কুদ্দুস মিয়া, ভারপ্রাপ্ত অধ্যক্ষ কামাল হোসেন, শিক্ষক কহিনুর আক্তার, সিদ্দিকুর রহমান, আব্দুল কাইউম, শিখা হাজরা, আকলিমা, মাজারুল ইসলাম, মাহামুদা, জিয়াসমিন আত্তার, শিফাত, শিক্ষার্থী সামিয়া,ইশিতা, সাদিয়া, তন্নী ও মীম প্রমুখ।